সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দ ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ নিয়ে সমালোচনার মুখে সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেছেন, “নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনে কষ্ট পেলে আমি দুঃখ প্রকাশ করছি।”
গত শনিবার (১৫ মার্চ) গণপরিবহনের নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মো.
ঢাকা/এমআর/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বরগুনায় ওরস চলাকালে মাজারে আগুন-হামলা
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহ মাজারে রোববার রাতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।
এ সময় সেখানে বার্ষিক ওরস(ধর্মীয় অনুষ্ঠান) চলছিল।
ইউএনও বলেন, মাজারে 'অসামাজিক কার্যকলাপ' হয়, এমন অভিযোগে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন 'স্থানীয়রা'। মাদক সংক্রান্ত অভিযোগ ছিল, রমজানের মধ্যেও গভীর রাত পর্যন্ত গান-বাজনা করা নিয়েও স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। রোববার সেসব নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখি টিনের চাল পুড়তেছে। সব পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি।
ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ইউএনও। তিনি বলেন, দুই থেকে তিনজন আহত হওয়ার কথা জেনেছি।
তবে মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুলের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে অন্তত ২০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে একটি ধর্মভিত্তিক দলের স্থানীয় নেতাদের জড়িত থাকার অভিযোগও করা হচ্ছে।