ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে খেলেন সব সাবেক ক্রিকেটাররা। এরপরও রায়পুরে রবিবার (১৬ মার্চ, ২০২৫) গ্যালারিতে দর্শক উপস্থিতি ৪৭ হাজার ৩২২ জন। হবেই না বা কেন? এই টুর্নামেন্টের ফাইনালে গতরাতে যে, মুখোমুখি হয়েছিলেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার। শেষ হাসিটা অবশ্য শচীনেরই।

ছয় দলের প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংরা। গতরাতে ফাইনালে লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত মাস্টার্স দল। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত দল।

ফাইনালে লারা অবশ্য ভালো করতে পারেননি। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। লেন্ডল সিমন্সের ৪১ বলে ৫৭ ও ডোয়াইন স্মিথের ৩৫ বলে ৪৫ রানের সুবাদে ১৪৮ রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা।

জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের ভিত গড়ে দেন টেন্ডুলকার ও আম্বাতি রায়দু। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার ১৩ বছর পূর্তির দিনে ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার।

অন্যদিকে রায়দু ৯ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৪ রান। ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন যুবরাজ (১৩) ও স্টুয়ার্ট বিনি (১৬)।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বরগুনায় ওরস চলাকালে মাজারে আগুন-হামলা

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহ মাজারে রোববার রাতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।

এ সময় সেখানে বার্ষিক ওরস(ধর্মীয় অনুষ্ঠান) চলছিল।

ইউএনও বলেন, মাজারে 'অসামাজিক কার্যকলাপ' হয়, এমন অভিযোগে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন 'স্থানীয়রা'। মাদক সংক্রান্ত অভিযোগ ছিল, রমজানের মধ্যেও গভীর রাত পর্যন্ত গান-বাজনা করা নিয়েও স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। রোববার সেসব নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখি টিনের চাল পুড়তেছে। সব পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি।

ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ইউএনও। তিনি বলেন, দুই থেকে তিনজন আহত হওয়ার কথা জেনেছি।

তবে মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুলের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে অন্তত ২০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে একটি ধর্মভিত্তিক দলের স্থানীয় নেতাদের জড়িত থাকার অভিযোগও করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ