গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি ঘোষণা
Published: 17th, March 2025 GMT
গাজীপুর নগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা থেকে মীম গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০-১২টি কারখানায় আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল আটটার দিকে ভোগড়া এলাকার মীম গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়া আশপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিক রুবেল মিয়া বলেন, ‘ফেব্রুয়ারির বেতন এখনো পাইনি। বাড়িভাড়া দিতে পারছি না, বাজার করতেও কষ্ট হচ্ছে। মালিকপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। বেতন ছাড়া সংসার চালাব কীভাবে?’ কারখানার ফিনিশিং অপারেটর মমতা আক্তার বলেন, ‘বাচ্চার স্কুলের বেতন দিতে পারিনি, দোকানে ধার নিয়েছি। এখন কেউ বাকিতে কিছু দিচ্ছে না। আমরা পরিশ্রম করি, অথচ সময়মতো বেতন পাই না। বাধ্য হয়েই আজ রাস্তায় নামতে হয়েছে।’
গাজীপুর শিল্প পুলিশ-২–এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু জানান, শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। এ ঘটনায় ১০-১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
.