সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের চর ঘাটিনা গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু খাতুন উল্লাপাড়ার কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। বাবা-মা না থাকায় তিনি ভাইয়ের সংসারে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী রেল মেরামত দলের প্রধান আব্দুস সামাদ জানান, দুর্ঘটনার সময় ঢাকা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন চলছিল। চর ঘাটিনা রেলগেটের পাশের সড়ক পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রিতু ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সিরাজগঞ্জ রেল পুলিশের পরিদর্শক মো.

দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের রামপুরায় ঝটিকা মিছিল 

রাজধানীর রামপুরায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে রামপুরা বিটিভি কার্যালয়ের সামনে থেকে এই মিছিল হয়। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা-১১ আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলে বেশ কিছু নেতাকর্মী অংশ নেন। মিছিলে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশে হাসবে’সহ নানা স্লোগান দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ