উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু
Published: 17th, March 2025 GMT
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের চর ঘাটিনা গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতু খাতুন উল্লাপাড়ার কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। বাবা-মা না থাকায় তিনি ভাইয়ের সংসারে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী রেল মেরামত দলের প্রধান আব্দুস সামাদ জানান, দুর্ঘটনার সময় ঢাকা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন চলছিল। চর ঘাটিনা রেলগেটের পাশের সড়ক পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রিতু ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সিরাজগঞ্জ রেল পুলিশের পরিদর্শক মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে হবে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।”
সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ। সেটাকে আমরা বাস্তবতায় নিতে পারিনি। নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই। যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এমন দেশের পর্যায়ে যাওয়ার সুযোগ ও সম্ভাবনা আছে বাংলাদেশের।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।
ঢাকা/হাসান/টিপু