স্পেনে বার্সা-রিয়ালের মাঝেই প্রতিদ্বন্দ্বিতা, ফ্রান্সে ট্রফির অপেক্ষায় পিএসজি
Published: 17th, March 2025 GMT
ধীরে ধীরে পরিণতির দিকে এগোচ্ছে ইউরোপের শীর্ষ ৫ ঘরোয়া লিগের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগ বা ফ্রেঞ্চ লিগ আঁ-তে এরই মধ্যে ট্রফির গন্তব্য দৃশ্যমান। প্রিমিয়ার লিগে যেমন লিভারপুলের হাতেই লাগাম। আর লিগ আঁ-তে পিএসজির চ্যাম্পিয়ন হওয়া শুধুই সময়ের ব্যাপার। তবে স্প্যানিশ লা লিগা কিংবা ইতালিয়ান সিরি ‘আ’তে দৃশ্যপট ভিন্ন।
জার্মান বুন্দেসলিগাও শেষ মুহূর্তে জমে উঠতে পারে। উত্তাপটা অবশ্য শুধু চ্যাম্পিয়ন হওয়ারই নয়, শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া নিয়েও ক্লাবগুলো মধ্যে চলছে মিউজিক্যাল চেয়ার খেলা।
লড়াইয়ে কি তবে রিয়াল-বার্সাই
লা লিগার শিরোপা লড়াইটা ধীরে ধীরে তিন থেকে দুই দলের মধ্যে সীমিত হওয়ার পথে। বিশেষ করে গতকাল রাতের থ্রিলারে বার্সেলোনার কাছে ৪-২ গোলে আতলেতিকো মাদ্রিদের হারের পর চিত্রনাট্যে এখন বেশ পরিবর্তন এসেছে। এই ম্যাচের পর ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।
আরও পড়ুনঘুরে দাঁড়ানো কাকে বলে দেখিয়ে দিল বার্সেলোনা৩ ঘণ্টা আগেআর নিজেদের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতা রিয়াল আছে দুইয়ে। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও ৬০। কিন্তু গোল ব্যবধানে বার্সার (+৪৮) চেয়ে রিয়াল (+৩২) বেশ পিছিয়ে। আর তিনে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬। এমন পরিস্থিতিতে রিয়াল-বার্সাকে টেক্কা দিতে হলে দ্রুত লড়াইয়ে ফিরতে হবে আতলেতিকোকে। পাশাপাশি শীর্ষে থাকা দুই দলের পয়েন্ট হারানোর প্রার্থনাও করতে হবে।
১২ পয়েন্টে এগিয়ে লিভারপুল
৫ দিনের ব্যবধানে দুটি শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়া লিভারপুলের এই সপ্তাহে লিগে কোনো খেলা ছিল না। তবে লিভারপুল সমর্থকেরা হাঁপ ছেড়ে বাঁচতে পারেন যে দুর্দশা আসার আগে অন্তত লিগে বড় ব্যবধানে এগিয়ে আছে তাদের দল। ২৯ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৭০। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।
সর্বশেষ গতকাল রাতে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। তবে এই জয়ের পরও লিভারপুলের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। এখন ৯ ম্যাচ হাতে রেখে শিরোপা লড়াইয়ে লিভারপুলকে টেক্কা দিতে হলে অতিনাটকীয় কিছুর অপেক্ষা করতে হবে আর্সেনালকে।
আরও পড়ুনচেলসিকে হারানোর পরও লিভারপুলের অনেক পেছনেই রয়ে গেল আর্সেনাল ১৫ ঘণ্টা আগেএকদিকে ছন্দ হারানো লিভারপুলের পয়েন্ট হারানোর প্রার্থনা যেমন করতে হবে, তেমনি নিজেদের ম্যাচগুলোতেও জয়রথ ধরে রাখতে হবে। এই লিগে শীর্ষ চার নিয়েও আছে নানামুখী দ্বৈরথ। নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রাইটনের সঙ্গে ড্র করার পর ৪৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি এখন আছে ৫ নম্বরে। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চারে আছে চেলসি।
নাপোলির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে ইন্টার
কদিন আগেও সিরি ‘আ’র পয়েন্ট তালিকার শীর্ষে ছিল নাপোলি। কিন্তু মাত্র কয়েক ম্যাচের ব্যবধানে নাপোলিকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে ইন্টার মিলান। ২৯ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট ৬৪। গত রাতে নিজেদের সর্বশেষ ম্যাচে আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে দুইয়ে থাকা নাপোলির পয়েন্ট ২৯ ম্যাচে ৬১। ৩ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ার জন্য কেবল নিজেদেরকেই দুষতে পারে তারা। সর্বশেষ ম্যাচে অবনমন অঞ্চলের দল ভেনেৎসিয়ার সঙ্গেও যে গোলশূন্য ড্র করেছে নাপোলি। এদিকে ইন্টারের কাছে হারের পর আতালান্তার শিরোপা লড়াইয়ে থাকাও এখন কঠিন। ২৯ ম্যাচে দলটির পয়েন্ট ৫৮।
তবু এগিয়ে বায়ার্ন
বুন্দেসলিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এরপরও শীর্ষস্থান ভালোভাবে দখলে রেখেছে তারা। ২৬ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬২। হ্যারি কেইন-জামাল মুসিয়ালাদের পয়েন্ট হারানোর সুযোগটা অবশ্য দারুণভাবে কাজে লাগিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। স্টুটগার্টকে গতকাল রাতে লেভারকুসেন হারিয়েছে ৪-৩ গোলে। এ জয়ের পর ২৬ ম্যাচে জাবি আলোনসোর দলের পয়েন্ট ৫৬। তবে শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে এখনো ৬ পয়েন্টে পিছিয়ে তারা। হাতে থাকা ৮ ম্যাচ দিয়ে লেভারকুসেন এই ব্যবধান কমাতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।
পিএসজির শিরোপা জয় শুধুই সময়ের ব্যাপার
২৬ ম্যাচ শেষে কোনো দল যদি ১৯ পয়েন্টে এগিয়ে থাকে, তাহলে চাইলেই সেই দলকে শিরোপা দিয়ে দেওয়া যায়। লিগ আঁ-তে পিএসজির অবস্থা অনেকটা তেমনই। শীর্ষ পাঁচ লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের বিপক্ষে গতকাল রাতে ৩-১ গোলে জিতেছে পিএসজি।
আরও পড়ুনটাইব্রেকারে হেরে বিদায় লিভারপুলের, দোন্নারুম্মার বীরত্বে শেষ আটে পিএসজি১১ মার্চ ২০২৫এই জয়ের পর ২৬ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে মার্শেইয়ের পয়েন্ট ৪৯। পরের ম্যাচে যদি পিএসজি জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৭১ এবং এগিয়ে যাবে ২২ পয়েন্টে। আর নিজেদের পরের ম্যাচে মার্শেই হেরে গেলে তাদের পয়েন্ট ৪৯-ই থেকে যাবে। অর্থাৎ পরের ৭ ম্যাচের সব কটি জিতলেও পিএসজিকে ছুঁতে পারবে না তারা। ফলে এখন পিএসজির সামনে সুযোগ আছে পরের ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার। শেষ পর্যন্ত সেটি না হলেও খুব দ্রুতই ট্রফিটা তাদের হাতে ওঠা নিশ্চিত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল র ত ২৯ ম য চ প এসজ র ব যবধ ন ইন ট র
এছাড়াও পড়ুন:
পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে হবে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।”
সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ। সেটাকে আমরা বাস্তবতায় নিতে পারিনি। নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই। যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এমন দেশের পর্যায়ে যাওয়ার সুযোগ ও সম্ভাবনা আছে বাংলাদেশের।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।
ঢাকা/হাসান/টিপু