লিবিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান ঢাকায় বিমানবন্দরে আটক: পুলিশ
Published: 17th, March 2025 GMT
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মো. ফখরুদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ বলেছে, তিনি লিবিয়ার মানব পাচারকারী চক্রের প্রধান। পালাতে সহায়তার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রাফিক হেলপার শওকত আলীকেও আটক করা হয়েছে।
গতকাল রোববার ঢাকার বিমানবন্দর থানার পুলিশ তাঁদের আটক করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার প্রথম আলোকে বলেন, দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের একজন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করবেন।
ফখরুদ্দিন গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটে কায়রো থেকে ঢাকায় পৌঁছান। পুলিশ সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাওয়ার গ্রিড বাংলাদেশের ২ পদের নিয়োগ কার্যক্রম বাতিল
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ট্রেড ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) ও ট্রেড ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) পদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। আজ সোমবার পাওয়ার গ্রিড বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক (এইচআরএম) মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আরও পড়ুন৯ম-১২তম গ্রেডের শূন্য পদে নিয়োগে উদ্যোগ নেই, তথ্য চেয়ে জনপ্রশাসনের চিঠি২২ মিনিট আগেহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদনবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পূর্বতন নাম: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড) ২/২/২০২০ মোতাবেক জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে ট্রেড ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) ও ট্রেড ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল) পদের নিয়োগ কার্যক্রম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করা হলো।