ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি
Published: 17th, March 2025 GMT
ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে ইসি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।
এ বৈঠকে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ড. ইউনূসকে ওআইসির দায়িত্ব নিতে জাবালে নূরের অনুরোধ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার অনুরোধ জানিয়েছে সামাজিক সংগঠনÑজাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটি এমন দাবি জানায়।
‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’Ñশিরোনামের ওই বিক্ষোভ সমাবেশ ও দোয়ায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে পৃথিবীর সকল দেশকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ওআইসিকে যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল তা কাজে আসছে না। ওআইসি ইহুদীদের দালালী করছে। ড. ইউনূস সাহেব, সারা পৃথিবীর মুসলমানেরা আপনার দিকে তাকিয়ে আছে।
পৃথিবীর বড় বড় নেতারা আপনাকে সম্মান করে। আপনি নেতাদের আইডল। আপনি মুসলমানদের জন্য ওআইসির দায়িত্ব হাতে নেন। আপনি দায়িত্ব নিলে মুসলমান দেশগুলো উপকৃত হবে। পরে তিনি ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেনÑসংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুর রশিদ, কাজী মহিউদ্দিন আলিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সহসভাপতি জিয়াউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন, সমাজসেবক শহীদুল ইসলাম, রাবেয়া আক্তার, রুমা খানম, তানিয়া আক্তার, মীম , রাইসা, তাজ মোহাম্মদ, নাজমুল হোসেন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর চাষাড়া গোল চত্ত্বর ঘুরে আবারও প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।