এবি ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Published: 17th, March 2025 GMT
দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি মিডিয়াকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নির্ভীক সাংবাদিকতায় মিডিয়াকর্মীদের বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইফতার মাহফিলে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক এবং মিডিয়া সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান বলেন, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে সাংবাদিকদের বলিষ্ঠ মতামত ও রিপোর্ট সংশ্লিষ্ট সবার মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করছে। গণমাধ্যমের এই দায়িত্ব পালনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ উপস্থাপনার প্রশংসা করেন তিনি।
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ
নির্বাচনি রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে। এতে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাওয়া হবে, কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা হবে। উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে না পারলে বিএনপি রাজপথের কর্মসূচিতে যেতে পারে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনূস একাধিকবার বলেছেন, আগামী নির্বাচন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি জোর দিয়ে বলছে, সরকারকে আরো সুনির্দিষ্ট করে বলতে হবে।
ফেব্রুয়ারির শুরুতে বিএনপি নেতারা বলেছিলেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে দলটির নেতারা এখন মনে করছেন, সরকার তার অবস্থান পরিবর্তন করেছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি।
বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচনের পক্ষে। তবে, জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায়।
আর জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ ও গণপরিষদ নির্বাচন।
ঢাকা/হাসান/ইভা