দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি মিডিয়াকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নির্ভীক সাংবাদিকতায় মিডিয়াকর্মীদের বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইফতার মাহফিলে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক এবং মিডিয়া সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান বলেন, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে সাংবাদিকদের বলিষ্ঠ মতামত ও রিপোর্ট সংশ্লিষ্ট সবার মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করছে। গণমাধ্যমের এই দায়িত্ব পালনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ উপস্থাপনার প্রশংসা করেন তিনি।

ঢাকা/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল

ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এর মধ্যে দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫শ টন সিদ্ধ চাল এবং জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫শ টন আতপ চাল নিয়ে দুটি চট্টগ্রাম  বন্দরে পৌঁছেছে। 

খাদ্য মন্ত্রণালয় জানায়, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮শ টন চাল এরইমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ