টানা দ্বিতীয় ম্যাচে গোল করে দলকে জয় এনে দিলেন লিওনেল মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠেছে ইন্টার মিয়ামি।
তিন ম্যাচ বিরতির পর কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কাভালিয়ারের বিপক্ষে ফিরেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। এবার এমএলএসেও ছন্দ ধরে রেখেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের ১১ মিনিটে আটলান্টা ইউনাইটেডকে এগিয়ে দেন ল্যাতে ল্যাত। তবে মাত্র নয় মিনিট পরই জবাব দেন মেসি। দারুণ এক গোলে ২০ মিনিটে সমতা ফেরান তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। বল দখল, পাসের সঠিকতা ও আক্রমণে সমানতালে এগোচ্ছিল ম্যাচ। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেয় ৮৯ মিনিটে এফ পিক্যাল্টের গোল। তার লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মিয়ামি।
এই জয়ে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার মিয়ামি, যা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান নিশ্চিত করেছে। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া, আর ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে কলম্বাস।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম য ম
এছাড়াও পড়ুন:
কুয়েটের শিক্ষার্থীদের একদফা ও হলে তালা ভাঙা
২ / ১০প্ল্যাকার্ড হাতে আন্দোলনরত শিক্ষার্থীরা।