Samakal:
2025-03-17@08:28:12 GMT

ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

Published: 17th, March 2025 GMT

ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

আজ সোমবার ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আবু হানিফ নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টায় রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল আবু হানিফ আহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয়েছেন সজীব নামের এক যুবক।’’

রফিকুল আলম বলেন, ‘‘থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরুদ্ধে মামলা হবে। এছাড়া, পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ