নীলফামারী সদর উপজেলায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চিপায় পড়ে নাহিদ ইসলাম (২৩) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। 

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর রোডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হরিবল্লভ প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম নীলফামারী সদরের সোনারায় ধনিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি গাড়িকে ওভারটেক করার সময় অজ্ঞাত একটি ট্রাকের চিপায় পড়ে এই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে নীলফামারী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.

আর সাঈদ জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ঢাকা/সিথুন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কোটালীপাড়ায় ক্লিনিক মালিক সমিতির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এম ফারুক হোসাইন, কনসালটেন্ট ডা. অরূপ রতন বাড়ৈসহ ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি বুলবুল আলম ফিরোজ। সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসি উদ্দিন দাড়িয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইমাম ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও এতে অংশ নেন।

ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য, আত্মসংযম, তাকওয়া ও দান-সদকার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। এই মাসে নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়, তাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত ও মানবসেবায় নিয়োজিত থাকা।”

পরে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সকলের গুনাহ মাফ, রহমত ও মাগফিরাত লাভ এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

সম্পর্কিত নিবন্ধ