বক্সের কিছুটা বাইরে থেকে ছোঁ মেরে বল কেড়ে নিলেন, চিতার বেগে বক্সে ঢুকে পড়লেন, ডিফেন্ডারকে কাটালেন, চিপ করে গোলকিপারকে বোকা বানালেন—গোলটা দেখলে কে বলবে লিওনেল মেসির বয়স ৩৮ ছুঁই ছুঁই!

ক্যারিয়ারের সোনালি সময়ে এমন গোল অহরহ করেছেন মেসি। কিন্তু আটলান্টায় বাংলাদেশ সময় আজ ভোরে আবারও তাঁর পায়ের জাদু দেখার পর অনেকেই হয়তো বলছেন, ‘বুড়ো’ মেসি যেন ‘তরুণ’ মেসিকে ফিরিয়ে আনলেন। তাঁর জাদুকরী দিনে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।

দারুণ এ জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্রতিশোধও নিয়ে ফেলল মায়ামি। ২০২৪ মৌসুমে প্লে-অফ পর্বে এই আটলান্টার কাছে দুই লেগেই হেরে ছিটকে পড়েছিল মায়ামি।

ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আটলান্টা। গোল করেন দলটির আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। এরপরেই ২০তম মিনিটে মেসির সেই গোল।

তবে মায়ামির জয়ের নায়ক মেসি নন। যখন মনে হচ্ছিল ম্যাচটা ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই আটলান্টাকে স্তব্ধ করে দেন ফাফা পিকল্ট। হাইতির এই অভিজ্ঞ উইঙ্গারকে ৮৩ মিনিটে বদলি নামান মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে হেডে জালে জড়ান ৩৪ বছর বয়সী পিকল্ট।

টানা তিন জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। লিগের আগের দুই ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছিল। আর মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির সঙ্গে করেছিল ড্র। ৪ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ১০।  

আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মেসি শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন। তার আগে মেসিকে এমন ছন্দে থাকতে দেখা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আনন্দের ব্যাপার।

মায়ামির পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ভোরে, প্রতিপক্ষ ফিলাডেলফিয়া।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আটল ন ট

এছাড়াও পড়ুন:

মেসিদের লিগে ইঁদুর নিয়ে হুটোপাটি, বন্ধ খেলা

অনেক সময় অনাকাঙ্ক্ষিত কারণে থামিয়ে দিতে হয় খেলা। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, মৃত্যু, যুদ্ধবিমানের আঘাত, বাঘের আক্রমণ, গুইসাপ ঢুকে পড়া এবং পোকার আক্রমণসহ বিচিত্র সব কারণে বন্ধ রাখতে হয়েছিল অনেক ম্যাচ।

তেমন ঘটনা দেখা গেছে মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং অস্টিন এফসির ম্যাচেও। এবার খেলা বন্ধের কারণ হয়েছে একটি ইঁদুর।

ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্লেসে গতকাল ম্যাচের ৭ মিনিটের খেলা চলছিল তখন। অতিথি দল অস্টিন কর্নার কিক পায়। কিন্তু কর্নার নেওয়ার আগে রেফারি মাঝমাঠের কাছাকাছি জায়গায় সবার দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়েছিল ছোট একটি ইঁদুর। রেফারির ডাকে সাড়া দিয়ে এ সময় দ্রুত ছুটে যান অস্টিন গোলরক্ষক ব্র্যাড স্টুভার।

আরও পড়ুনবাঘ, গুইসাপ, মৌমাছির পর এবার পোকামাকড়ে বন্ধ হলো ক্রিকেট ম্যাচ ১৪ নভেম্বর ২০২৪

কাছাকাছি যাওয়ার পর স্টু্ভারকে ইঁদুরের অবস্থান দেখিয়ে দেন সতীর্থ ব্র্যান্ডেন হাইনেস-ইকে। এরপর দ্রুত গতিতে সেই ইঁদুরটিকে গ্লাভসে পুরে নেন অস্টিন গোলরক্ষক। ইঁদুরটিকে দুই হাতের গ্লাভসে বন্দী করে অবশ্য খুব বেশি সময় নষ্ট করেননি স্টুভার।

দৌড়ে গিয়ে মাঠের বাইরে ছেড়ে দিয়ে আসেন ছোট প্রাণীটিকে। এ সময় ভ্যাঙ্কুভার সমর্থকদের কাছ থেকে বেশ সাধুবাদও পান স্টুভার। তবে এই ঘটনায় এক মিনিটের বেশি বন্ধ ছিল খেলা।

আরও পড়ুনবাঘ, যুদ্ধবিমান, ড্রেনের পাইপের পর এবার গুইসাপ—ক্রিকেট ম্যাচ বন্ধের যত অদ্ভুত কারণ০৩ ফেব্রুয়ারি ২০২৪

তবে ইঁদুর ধরায় যতটা দক্ষতা দেখিয়েছে, গোল বাঁচানোয় ততটা দেখাতে পারেননি মার্কিন এই গোলরক্ষক। ভ্যাঙ্কুভারের কাছ থেকে সব মিলিয়ে ৫ গোল, যেখানে একাই ৪ গোল করেন ব্রায়ান হোয়াইট।

ম্যাচটা অস্টিন হেরেছে ৫-১ গোলে। এই জয়ে এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ স্থানটা আরও সুদৃঢ় করল ভ্যাঙ্কুভার। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১৯। আর হেরে যাওয়া অস্টিন আছে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে।

সম্পর্কিত নিবন্ধ

  • মেসিদের লিগে ইঁদুর নিয়ে হুটোপাটি, বন্ধ খেলা