ফরিদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যবসায়ীকে (৫৮) তাঁর দোকানে ঘেরাও করে রাখেন এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁরা ওই ব্যবসায়ীকে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি ঘাট এলাকায় নদীবন্দরে দীর্ঘদিন ধরে কার্গো ও ডর্ক ইয়ার্ডের ব্যবসা করে আসছেন অভিযুক্ত ওই ব্যবসায়ী। গতকাল বিকেলে সিঅ্যান্ডবি–সংলগ্ন এলাকায় ১০-১১ বছরের দুটি শিশুকে ডেকে নিয়ে নিজের মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখান ওই ব্যবসায়ী। এ সময় তিনি শিশুদের শরীরের বিভিন্ন স্থানে হাত দেন।

পরে বাড়িতে গিয়ে শিশু দুটি তাদের পরিবারের সদস্যদের কাছে ওই ঘটনার কথা জানায়। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী ওই ব্যবসায়ীর তেলের দোকানে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীকে পিটুনি দেন। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা সেখানে যাওয়ার আগেই উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন। এতে তিনি কিছুটা আহত হয়েছেন। শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সদস

এছাড়াও পড়ুন:

দেশে আসলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’—এমন সব স্লোগানে মুখর ছিলেন ফুটবলপ্রেমীরা। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী।

গত ডিসেম্বরেই ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছিলেন হামজা। এরপর থেকেই দেশের ফুটবল অঙ্গনে তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয় যখন কোচ হাভিয়ের কাবরেরা ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে রাখেন তাকে। এখন চূড়ান্ত দলে হামজার থাকা একপ্রকার নিশ্চিত।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে সরাসরি সিলেটের বিমানে ওঠেন হামজা। দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা সাড়ে ১১টার দিকে সিলেট পৌঁছান তিনি। সেখান থেকে রওনা দেন নিজ গ্রামের উদ্দেশে—হবিগঞ্জের স্নানঘাটে।

আজকের দিনটি গ্রামের বাড়িতেই কাটাবেন এই মিডফিল্ডার। গ্রামবাসীরা তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। সংবর্ধনার আয়োজনও করা হয়েছে তার জন্য। আগামীকাল ঢাকায় ফিরে জাতীয় দলের হোটেলে যোগ দেবেন হামজা। এরপর শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি। 

২০ মার্চ বাংলাদেশ দল রওনা দেবে শিলংয়ের পথে, আর এর আগে ১৮ মার্চ কোচ কাবরেরা সংবাদ সম্মেলনে হাজির করবেন অধিনায়ক ও হামজাকে। ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সম্পর্কিত নিবন্ধ