শিশু ধর্ষণের শাস্তি ছয়টি জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা
Published: 17th, March 2025 GMT
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গত ৫ জানুয়ারি ধর্ষণের শিকার হয় ছয় বছরের এক শিশু। বিষয়টি নিয়ে গ্রামের মাতবররা সালিশ বৈঠকে বসেন। সেখানে শাস্তি হিসেবে অভিযুক্ত বাবুল মিয়াকে ছয়টি জুতার বাড়ি এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই বিচার মানতে চায়নি ভুক্তভোগীর পরিবার। তবুও জরিমানার ৫ হাজার টাকা শিশুটির নানির হাতে জোরপূর্বক ধরিয়ে দেন মাতবররা। সেই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেন, সালিশের বিচার না মেনে থানায় গেলে বসতভিটা ছাড়তে হবে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানি জানান, ধর্ষণের ঘটনাটি গ্রামের মাতবরদের জানালে তারা সালিশ বৈঠক ডাকার পরামর্শ দেন। আর মাতবরদের কথা অমান্য করে পুলিশের কাছে অভিযোগ করলে ক্ষতি হতে পারে বলে হুমকি দেওয়া হয়। এই ভয়ে ঘটনার ১৫ দিন পর সালিশ ডাকেন ভুক্তভোগীর নানি। সেখানে বাবুলকে ছয়টি জুতার বাড়ি এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাবুলের পরিবার থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে– এ বিষয়ে মুখ খুললে গ্রামছাড়া করা হবে।
সালিশে থাকা একজন বলেন, সালিশের পর অভিযুক্তর কাছ থেকে স্থানীয় ইউপি সদস্য শাহীন মিয়াসহ ছয় মাতবরের জন্য নেওয়া হয় আরও ৫ হাজার টাকা। সেই টাকা থেকে শাহীন, জাফর আলীর ছেলে বাবুল, সৈয়দ আলীর ছেলে বাবুল ও শাহজালাল নেন ১ হাজার করে। বাকি ১ হাজার টাকা দেওয়া হয় কবির ও সাগরকে।
এ বিষয়ে শাহীন বলেন, সালিশে জুরি বোর্ড পরিচালনা করেছেন ছন্দু মিয়া, রেনু মিয়া, সাগর, রাজু ও কবির। পরে বিচারের রায় অনুযায়ী অভিযুক্তকে তার বড় ভাই জুতাপেটা করেন এবং জরিমানার ৫ হাজার টাকা শিশুটির নানির হাতে বুঝিয়ে দেওয়া হয়।
রোববার মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
লালমনিরহাটে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহীন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবারের এ ঘটনায় রোববার আদিতমারী থানায় শাহিনের নামে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এদিকে সদর উপজেলায় রোববার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেছের আলী নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বেলাবতে নারীকে দলবদ্ধ ধর্ষণ
নরসিংদীর বেলাব উপজেলায় একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবারের এ ঘটনায় সংস্থাটির অফিস সহকারী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দেলোয়ারসহ দু’জনের নামে বেলাব থানায় মামলা করেছেন ভুক্তভোগী। মামলার আরেক আসামি আসবাব ব্যবসায়ী শাহজাহান মিয়া পলাতক।
চট্টগ্রামে ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণ
চট্টগ্রামে ফুটপাত থেকে তুলে নিয়ে ভিক্ষুক নারীকে ধর্ষণের অভিযোগ আব্দুল আলী নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ভাসমান। গত ১১ মার্চ রাতে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে নিয়ে তাকে ধর্ষণ করে আব্দুল।
জামালপুর ও ভোলায় তিন ছাত্র ধর্ষণের শিকার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে রাওদাতুল আত্ফাল একাডেমি মাদ্রাসার শিক্ষক বজলুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভোলার চরফ্যাসন উপজেলায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে মো.
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আহসান উল্যাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ মার্চের এ ঘটনায় শনিবার মামলা করেছেন ভুক্তভোগী। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আহসানকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খোকসায় শিশু ও বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সকালের এ ঘটনায় ইউপি সদস্যের নেতৃত্বে সালিশ বৈঠকে বসেন গ্রামের মাতববরা। সালিশে অভিযুক্ত হাফিজকে গাছে বেঁধে মারধর করা হয়। একই সঙ্গে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। এদিকে একই উপজেলায় বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার ঘটনার পরদিন গ্রামের মসজিদের পাশে সালিশ বৈঠক ডাকা হয়। সাবেক মেম্বার ও বিএনপি নেতা হজরত আলী হজাইয়ের নেতৃত্বে সালিশে জহুরুলকে পেটানো হয়। পরে ভুক্তভোগী নারীর করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন টাঙ্গাইল আদালতের বিচারক। এর আগে মামলার প্রধান আসামিকে পালাতে সহায়তা করায় ফিরোজের ছেলে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরের চৌগাছা উপজেলায় মিঠু হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। চৌগাছা থানার এসআই মেহেদি মাসুদ বলেন, ঘটনার পর থেকে পলাতক মিঠুকে আটকের চেষ্টা চলছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহর আলী (৫৯) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবারের এ ঘটনায় কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক সাখাওয়াত হোসেন দোষ স্বীকার করেছে। এর আগে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাখাওয়াত ও দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গতকাল মানববন্ধন হয়েছে। এদিকে বরগুনায় মেয়েকে ধর্ষণের মামলায় বাদীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে জেলা শাখা।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর ছ র উপজ ল য় র এ ঘটন য় কর ছ ন গতক ল বছর র
এছাড়াও পড়ুন:
মৃৎশিল্পীদের ব্যস্ততা
মুরাদনগরে বৈশাখী মেলা ঘিরে কর্মব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা। সারা বছর এই কাজের কদর না থাকলেও বৈশাখ রাঙাতে এই সময়টাতে ব্যস্ত হয়ে পড়েন তারা।
আধুনিকতার ছোঁয়ায় আগের মতো চাহিদা নেই মৃৎশিল্পের। এই পেশায় নেই সরকারি পৃষ্ঠপোষকতা। তাই প্রায় সারাবছরই অধিকাংশ নারী মৃৎশিল্পীকে অবসর সময় কাটাতে হয়। পুরুষ মৃৎশিল্পীদের অধিকাংশ চলে গেছেন অন্য পেশায়। তবে নববর্ষের আগে সব কাজ ফেলে তারা ছুটে আসেন পুরোনো এই পেশায়। মৃৎশিল্প থেকে সারা বছর কারিগররা আয়ের মুখ না দেখলেও বৈশাখী মেলা ঘিরে থাকে বাড়তি উপার্জনের সম্ভাবনা। এবারও মাসজুড়ে প্রতিটি কুমারপাড়ায় ছিল ব্যস্ততা।
কামাল্লা ও রামচন্দ্রপুর গ্রামের পালপাড়ায় দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়িতেই পহেলা বৈশাখ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জরাজীর্ণ আবাসগুলোতে কেউ মাটি ঘুটছেন, কেউ সেই মাটি ছাঁচে দিয়ে তৈজসপত্র তৈরি করছেন। কেউবা খেলনা শুকানোর পর রংতুলির আঁচড় দিচ্ছেন। বিশেষ করে শিশুদের চাহিদা মাথায় রেখে তৈরি করা হচ্ছে ছোট ছোট মাটির হাঁড়িপাতিল, মাটির চুলা, শিলপাটা, কড়াই, কলস, কুলা, পুতুল, হাতি, ঘোড়া, নৌকা, টিয়া, সিংহ, দোয়েল, কচ্ছপ, মাছ, হাঁসসহ নানা রকম ফল, ফুল আর বাহারি মাটির ব্যাংক, প্লেট, মগ, গ্লাস, চায়ের কাপ। এ ছাড়া রয়েছে মাটির তৈরি গৃহস্থালি জিনিসপত্র।
কামাল্লা গ্রামের সন্ধ্যা রানী পাল ও শিখা রানী পাল জানান, এখন মাটির জিনিসের তেমন কদর না থাকায় সারাবছর টানাপোড়েনের মধ্যে চলে তাদের সংসার। পূর্বপুরুষের পেশা হওয়ায় ইচ্ছা হলেও ছাড়তে পারছেন না। সারাবছর অবসর সময় পার করলেও বৈশাখী মেলায় মাটির তৈরি খেলনা ও জিনিসপত্রের চাহিদা থাকায় এই সময়ে ব্যস্ততা থাকে তাদের।
কথা হয় মৃৎশিল্পী হরি ভূষণ পালের সঙ্গে। তাঁর ভাষ্য, বছরের এই একটি উৎসব ঘিরে তাদের অনেক আশা থাকে। বৈশাখ মাস এলে মেলায় মাটির খেলনা সামগ্রীর চাহিদা বাড়ে। তাই এ সময় কিছু আয় হয়। তিনি হতাশার সুরে বলেন, ‘সরকার যদি আমাদের সহযোগিতা করত, তাহলে ব্যবসাটা ভালোভাবে করতে পারতাম।’
মৃৎশিল্পী কানন বালা জানান, পহেলা বৈশাখে বিভিন্ন জায়গায় মেলা বসে। এই মেলা থেকে শখের বসে অনেকে মাটির সামগ্রী, বিশেষ করে মাটির খেলনা কেনেন। তাই এই সময়ে কর্মব্যস্ততা বাড়ে তাদের।
রামচন্দ্রপুর গ্রামের খুশি পাল বলেন, ‘আমার বয়স ৫০ ছুঁই ছুঁই। বিয়ের পর থেকেই এই পেশার সঙ্গে জড়িত। আগে মাটির সামগ্রীর প্রচুর চাহিদা থাকলেও এখন আর তেমন নেই। এই শিল্পের সঙ্গে আমাদের জীবনজীবিকা নির্ভরশীল।’
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের ভাষ্য, আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্প যে হারিয়ে গেছে, বিষয়টি তা নয়। বরং আধুনিকতার ছোঁয়ায় শিল্পকারখানার মাধ্যমে তৈরি হওয়া মাটির তৈজসপত্রর চাহিদা এখন প্রচুর। মুরাদনগরে যদি বেসরকারি কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এসব মৃৎশিল্পীকে কাজে লাগানো যায়, তাহলে অবশ্যই এই শিল্প থেকে ভালো সুফল পাওয়া সম্ভব। পাশাপাশি মৃৎশিল্প বাঁচিয়ে রাখতে বিআরডিবি ও সমবায় কার্যালয় থেকে যেন সরকারি সহায়তার ব্যবস্থা করা হয়। যেহেতু মুরাদনগরে কোনো মৃৎশিল্পের বেসরকারি প্রতিষ্ঠান নেই, তাই মৃৎশিল্পীদের এই পেশাকে বাঁচিয়ে রাখতে সহজে সরকারি সহায়তা দিতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।