কুমিল্লার মুরাদনগর উপজেলায় গত ৫ জানুয়ারি ধর্ষণের শিকার হয় ছয় বছরের এক শিশু। বিষয়টি নিয়ে গ্রামের মাতবররা সালিশ বৈঠকে বসেন। সেখানে শাস্তি হিসেবে অভিযুক্ত বাবুল মিয়াকে ছয়টি জুতার বাড়ি এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই বিচার মানতে চায়নি ভুক্তভোগীর পরিবার। তবুও জরিমানার ৫ হাজার টাকা শিশুটির নানির হাতে জোরপূর্বক ধরিয়ে দেন মাতবররা। সেই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেন, সালিশের বিচার না মেনে থানায় গেলে বসতভিটা ছাড়তে হবে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানি জানান, ধর্ষণের ঘটনাটি গ্রামের মাতবরদের জানালে তারা সালিশ বৈঠক ডাকার পরামর্শ দেন। আর মাতবরদের কথা অমান্য করে পুলিশের কাছে অভিযোগ করলে ক্ষতি হতে পারে বলে হুমকি দেওয়া হয়। এই ভয়ে ঘটনার ১৫ দিন পর সালিশ ডাকেন ভুক্তভোগীর নানি। সেখানে বাবুলকে ছয়টি জুতার বাড়ি এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাবুলের পরিবার থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে– এ বিষয়ে মুখ খুললে গ্রামছাড়া করা হবে।

সালিশে থাকা একজন বলেন, সালিশের পর অভিযুক্তর কাছ থেকে স্থানীয় ইউপি সদস্য শাহীন মিয়াসহ ছয় মাতবরের জন্য নেওয়া হয় আরও ৫ হাজার টাকা। সেই টাকা থেকে শাহীন, জাফর আলীর ছেলে বাবুল, সৈয়দ আলীর ছেলে বাবুল ও শাহজালাল নেন ১ হাজার করে। বাকি ১ হাজার টাকা দেওয়া হয় কবির ও সাগরকে। 

এ বিষয়ে শাহীন বলেন, সালিশে জুরি বোর্ড পরিচালনা করেছেন ছন্দু মিয়া, রেনু মিয়া, সাগর, রাজু ও কবির। পরে বিচারের রায় অনুযায়ী অভিযুক্তকে তার বড় ভাই জুতাপেটা করেন এবং জরিমানার ৫ হাজার টাকা শিশুটির নানির হাতে বুঝিয়ে দেওয়া হয়।
রোববার মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। 

লালমনিরহাটে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহীন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবারের এ ঘটনায় রোববার আদিতমারী থানায় শাহিনের নামে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এদিকে সদর উপজেলায় রোববার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেছের আলী নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

বেলাবতে নারীকে দলবদ্ধ ধর্ষণ

নরসিংদীর বেলাব উপজেলায় একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবারের এ ঘটনায় সংস্থাটির অফিস সহকারী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দেলোয়ারসহ দু’জনের নামে বেলাব থানায় মামলা করেছেন ভুক্তভোগী। মামলার আরেক আসামি আসবাব ব্যবসায়ী শাহজাহান মিয়া পলাতক। 

চট্টগ্রামে ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণ

চট্টগ্রামে ফুটপাত থেকে তুলে নিয়ে ভিক্ষুক নারীকে ধর্ষণের অভিযোগ আব্দুল আলী নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ভাসমান। গত ১১ মার্চ রাতে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে নিয়ে তাকে ধর্ষণ করে আব্দুল। 

জামালপুর ও ভোলায় তিন ছাত্র ধর্ষণের শিকার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে রাওদাতুল আত্ফাল একাডেমি মাদ্রাসার শিক্ষক বজলুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভোলার চরফ্যাসন উপজেলায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে মো.

তালহা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে হাজারীগঞ্জ ইউনিয়নের সিদ্দিকের দোকান এলাকার চেয়ারম্যানবাড়ি জামে মসজিদের ইমাম। রোববার বিষয়টি নিশ্চিত করে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জান জানান, ঢালচরে তরুণীকে দলবব্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলার প্রধান আসামি ইসমাইলকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, এক বছর আগে ধর্ষণের ঘটনাটি ঘটে।

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আহসান উল্যাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ মার্চের এ ঘটনায় শনিবার মামলা করেছেন ভুক্তভোগী। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আহসানকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোকসায় শিশু ও বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সকালের এ ঘটনায় ইউপি সদস্যের নেতৃত্বে সালিশ বৈঠকে বসেন গ্রামের মাতববরা। সালিশে অভিযুক্ত হাফিজকে গাছে বেঁধে মারধর করা হয়। একই সঙ্গে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। এদিকে একই উপজেলায় বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার ঘটনার পরদিন গ্রামের মসজিদের পাশে সালিশ বৈঠক ডাকা হয়। সাবেক মেম্বার ও বিএনপি নেতা হজরত আলী হজাইয়ের নেতৃত্বে সালিশে জহুরুলকে পেটানো হয়। পরে ভুক্তভোগী নারীর করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

এদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন টাঙ্গাইল আদালতের বিচারক। এর আগে মামলার প্রধান আসামিকে পালাতে সহায়তা করায় ফিরোজের ছেলে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের চৌগাছা উপজেলায় মিঠু হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। চৌগাছা থানার এসআই মেহেদি মাসুদ বলেন, ঘটনার পর থেকে পলাতক মিঠুকে আটকের চেষ্টা চলছে। 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহর আলী (৫৯) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবারের এ ঘটনায় কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক সাখাওয়াত হোসেন দোষ স্বীকার করেছে। এর আগে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাখাওয়াত ও দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গতকাল মানববন্ধন হয়েছে। এদিকে বরগুনায় মেয়েকে ধর্ষণের মামলায় বাদীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে জেলা শাখা।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর ছ র উপজ ল য় র এ ঘটন য় কর ছ ন গতক ল বছর র

এছাড়াও পড়ুন:

ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪

যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে ঝিকরগাছা উপজেলার একটি লিচুবাগানে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে স্থানীয় ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আর পুলিশি হেফাজতে ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আটক চারজন হলেন ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাপ্পী) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, তাঁদের দুই সহযোগী জাবেদ হোসেন ও আমিনুর রহমন। গদখালী বাজারে আমিনুরের ফুলের দোকান আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে গদখালী বাজারে আমিনুরের দোকানে ২০ বছর বয়সী ওই তরুণী ফুল কিনতে যান। এ সময় আমিনুর মিথ্যা তথ্য দিয়ে মেয়েটিকে নাটুয়াপাড়া গ্রামে জাবেদের লিচুবাগানে নিয়ে যান। সেখানে আমিনুল, জাবেদের সঙ্গে আবদুল্লাহ ও ইয়াসিন যোগ দেন। পরে চারজনে মিলে তাঁকে ধর্ষণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ওই তরুণী বেনাপোলে তাঁর এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গদখালী বাজারে নামেন। এরপর গদখালী বাজারের ফুলের দোকানি আমিনুর রহমানের দোকানে গেলে তাঁর চার বন্ধুর সঙ্গে পরিচয় হয় তরুণীর। এ সময় তাঁরা তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন।

খবর পেয়ে যশোরের নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, বিকেলে মেয়েটি ফোন করে জানান, চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছেন। পরে মেয়েটিকে উদ্ধার করে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • স্বামীকে আটকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
  • ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের দুই নেতাসহ আটক ৪
  • যশোরে দলবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের ২ নেতাসহ গ্রেপ্তার ৪
  • সিরাজগঞ্জে দেয়ালধসে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত তিনজন হাসপাতালে
  • ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু