ইউনিভার্সিটি অব স্টুটগার্ট স্কলারশিপ
অনগ্রসর দেশের নাগরিক এবং জার্মানিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় দুটি মাস্টার্স প্রোগ্রাম- ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং এবং ইন্টিগ্রেটেড আরবান প্ল্যানিং অ্যান্ড সাসটেইনেবল ডিজাইন অফার করে। যে কোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য দেওয়া হবে ফুল ফান্ডেড স্কলারশিপ। তবে এজন্য অবশ্যই প্রাসঙ্গিক বৈজ্ঞানিক ও পেশাদার অভিজ্ঞতার পাশাপাশি নতুন জ্ঞান এবং দক্ষতা প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে। এই স্কলারশিপে প্রতি মাসে পাওয়া যাবে ৭৫০ ইউরো। প্রোগ্রাম চলাকালীন দেওয়া হবে রাউন্ডট্রিপ পরিবহন খরচ, গবেষণা বৃত্তি, ভাড়া পরিশোধ বৃত্তি এবং স্বাস্থ্য বীমা।
https://www.
uni-stuttgart.de/en/study/
living-in-stuttgart/finances/
হেনরিক বোল
ফাউন্ডেশন
স্কলারশিপ
প্রতি বছর জার্মানির হেনরিক বোল ফাউন্ডেশন প্রায় এক হাজার স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে। যে কোনো বিষয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের ও সংস্কৃতির শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এ ছাড়া, সাধারণ বিশ্ববিদ্যালয়, ফলিত বিজ্ঞানবিষয়ক বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন।
https://www.boell.de/en/scholarships
ক্যাড জার্মানি রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম
অনুন্নত দেশ বা ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের স্নাতক শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। আপনি যদি স্নাতকোত্তর বা ডক্টরাল প্রোগ্রাম বা গবেষণা ইনস্টিটিউটে অধ্যয়ন করতে চান, তাহলে এই স্কলারশিপ বাড়তি সুবিধা দিতে পারে। ক্যাড স্কলারশিপ রিটার্ন ফ্লাইট, ভিসা ব্যবস্থা, একাডেমিক টিউশন, বিশ্ববিদ্যালয় ফি, ব্যক্তিগত ফি এবং অন্যান্য অনেক খরচ কভার করে।
https://www.kaad.de/en/
stipendien/stipendienprogramm-1
গ্রন্থনা :: রাজিয়া আক্তার
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
৭,৫৬০ পদে চলমান কিছু নিয়োগের বিজ্ঞপ্তি
সরকারি/বেসরকারি কয়েকটি প্রতিস্থানে ৭,৫৬০ পদে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। যেখানে ন্যূনতম যোগ্যতা থেকে উচ্চশিক্ষিত সবাই আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া, যোগ্যতা, বেতন কাঠামো, আবেদন করার শেষ তারিখ এবং প্রয়োজনীয় তথ্য জানতে এবং আবেদন করতে নিচের লিংকগুলো দেখুন।
১। খাদ্য অধিদপ্তর- http://dgfood.teletalk.com.bd/
২। পিএসসি নন ক্যাডার (বিভিন্ন পদ)- http://bpsc.teletalk.com.bd/ncad/home.php
৩। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-http://emrd.teletalk.com.bd/
৪। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়- http://hsd.teletalk.com.bd/
৫। অর্থ মন্ত্রণালয়- http://mof.teletalk.com.bd/
৬। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা- http://bof.teletalk.com.bd/
৭। বস্ত্র ও পাট মন্ত্রণালয়- http://motj.teletalk.com.bd/
৮। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন- http://biwtc.teletalk.com.bd/biwtc/
৯। কারা অধিদপ্তর- http://prison.teletalk.com.bd/
১০। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এমইএস- http://mes.teletalk.com.bd/
১১। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- https://ansarvdp.gov.bd/
১২। পোস্ট মাস্টার জেনারেল (দক্ষিণাঞ্চল)- http://pmgsc.teletalk.com.bd/
১৩। সমন্বিত ব্যাংক অফিসার (আরসি)- https://erecruitment.bb.org.bd/
১৪। কারিগরি শিক্ষা অধিদপ্তর- http://dtev.teletalk.com.bd/
১৫। জেনারেল ম্যানেজার ডাক জীবন বীমা, রংপুর- http://pliwc.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- http://bida.teletalk.com.bd/
১৬। বাংলাদেশ নৌবাহিনী (অসামরিক)- http: bndcp.teletalk.com.bd/
১৭। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়- http://ird.teletalk.com.bd/
১৮। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া- http://rda.teletalk.com.bd/
১৯। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন- http://bcic.teletalk.com.bd/
২০। পানি উন্নয়ন বোর্ড- https://jobs.bwdb.gov.bd/
২১। সিভিল সার্জন কার্যালয়, কুষ্টিয়া- http://cskushtia.teletalk.com.bd/
২২। সিভিল সার্জন কার্যালয়, মানিকগঞ্চ- http://csmanikganj.teletalk.com.bd/
২৩। সিভিল সার্জন কার্যালয়, গোপালগঞ্জ- http://csgop.teletalk.com.bd/