এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং
Published: 16th, March 2025 GMT
এইচএসসি পাসের পর সবার চিন্তা থাকে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি, সঙ্গে ভালো বিষয়ে পড়ে ভবিষ্যতে কিছু করা। তাদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পড়বে বিজনেসে, কেউ পড়বে ল নিয়ে। এ ছাড়া বিভিন্ন বিষয় তো থাকছেই। কিন্তু আমরা যদি গতানুগতিক বিষয়ে না পড়ে একটু যুগের চাহিদার দিকে লক্ষ্য করে নতুন বিষয়ে পড়া যেতে পারে। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং তেমনি একটি বিষয়। এসএসসি, এইচএসসি অথবা ও-লেভেল বা এ-লেভেল পাস করেই যে কোনো ছাত্রছাত্রী দেশে শুরু করতে পারেন এয়ারক্রাফট মেইনটেইন্যান্স বিষয়ে পড়াশোনা। এয়ারক্রাফট মেইনটেইন্যান্স (এরোস্পেস/এভিওনিক্স) হচ্ছে কোনো আকাশযানের উড্ডয়নের আগে সব ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ, মেরামত সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক জ্ঞান।
বিমান তৈরি, মেরামত, পর্যবেক্ষণ এবং এ-সম্পর্কীয় যাবতীয় ডিজাইন এ বিষয়ে অন্তর্ভুক্ত। বর্তমানে এই বিষয়ে পড়াশোনা করাচ্ছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। বিশ্বজুড়ে সব দেশেই কাজের সুযোগ রয়েছে, এমন পেশার সংখ্যা খুব বেশি নয়। যে কয়েকটি পেশায় এই সুযোগ রয়েছে এর মধ্যে অন্যতম এয়ারক্রাফট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ারিং। এয়ারলাইন্স খাতে এ ধরনের ইঞ্জিনিয়ারের গুরুত্ব অপরিসীম। বিশ্বজুড়ে এয়ারলাইন্স শিল্পের প্রসারের সঙ্গে এর চাহিদা ব্যাপকভাবে বেড়েই চলেছে। এ বিষয়ের বিশেষজ্ঞরা উড়োজাহাজের সব ধরনের মান নিশ্চিত করেন। বিশেষ করে অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কিনা– সে সম্পর্কে পাইলটরা সব ধরনের তথ্য নিয়ে থাকেন তাঁর কাছ থেকে। এ ছাড়া এ বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে চাকরির নিশ্চয়তা রয়েছে।
ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.
যোগাযোগ : বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা।
ফোন : ০১৭৪৯৩০৬০৯০। www.uca.edu.bd
উৎস: Samakal
কীওয়ার্ড: ধরন র
এছাড়াও পড়ুন:
কামারখন্দে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
সিরাজগঞ্জের কামারখন্দে নাজিরা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার সকালে উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নাজিরা খাতুন ডিডি শাহবাজপুর গ্রামের নজরুল তালুকদারের মেয়ে। সে এবার কামারখন্দের জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্বজনদের বরাত দিয়ে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ সমকালকে জানান, ‘এসএসসি পরীক্ষা ভালো না হওয়ার হতাশায় পড়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় নিহতের স্বজনরা শেষ পর্যন্ত মামলা করেননি। মযনাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।’