অ্যাপল নিজস্ব অপারেটিং সিস্টেম (আইওএস) ১৮.৩.২ সংস্করণ আপডেট করেছে। কয়েকটি সিরিজের আইফোনে নিরাপত্তা বাড়ানো ছাড়াও বাড়তি সুবিধা দেবে নতুন আপডেট। আইফোন এক্সএস থেকে অবমুক্ত হওয়া আইফোন ১৬-ই সিরিজের সব মডেলেই নতুন সংস্করণ আপডেট করা যাবে। কিছুদিন ধরে আইফোনে নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটির অভিযোগ বেশ সরব। অ্যাপল কর্তৃপক্ষ জানায়, সাফারি ব্রাউজারে রিয়েল টাইম সিকিউরিটি আক্রমণ হয়েছে। সব ধরনের আক্রমণ ওয়েব কনটেন্টে ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিল অ্যাপল-সংশ্লিষ্টরা। নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি কমাতে আইওএস ১৮.
উৎস: Samakal
কীওয়ার্ড: স স করণ আপড ট আইফ ন
এছাড়াও পড়ুন:
আইফোনে কী সমস্যা
অ্যাপল নিজস্ব অপারেটিং সিস্টেম (আইওএস) ১৮.৩.২ সংস্করণ আপডেট করেছে। কয়েকটি সিরিজের আইফোনে নিরাপত্তা বাড়ানো ছাড়াও বাড়তি সুবিধা দেবে নতুন আপডেট। আইফোন এক্সএস থেকে অবমুক্ত হওয়া আইফোন ১৬-ই সিরিজের সব মডেলেই নতুন সংস্করণ আপডেট করা যাবে। কিছুদিন ধরে আইফোনে নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটির অভিযোগ বেশ সরব। অ্যাপল কর্তৃপক্ষ জানায়, সাফারি ব্রাউজারে রিয়েল টাইম সিকিউরিটি আক্রমণ হয়েছে। সব ধরনের আক্রমণ ওয়েব কনটেন্টে ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিল অ্যাপল-সংশ্লিষ্টরা। নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি কমাতে আইওএস ১৮.৩.২ সংস্করণের নতুন আপডেট আনার কথা জানায় কর্তৃপক্ষ। নতুন সংস্করণ ইনস্টল করলে নিরাপত্তার সঙ্গে প্লেব্যাক-সংক্রান্ত যেসব সমস্যা আইফোনে দৃশ্যমান হয়েছিল, তার সমাধান মিলবে। সুনির্দিষ্ট বাগ থেকেই এমন সমস্যার উদ্ভব।