Samakal:
2025-03-16@22:56:16 GMT

ম্যাকবুক সরিয়ে নিল অ্যাপল

Published: 16th, March 2025 GMT

ম্যাকবুক সরিয়ে নিল অ্যাপল

কিছুদিন আগে এম ফোর চিপযুক্ত ম্যাকবুক এয়ার ল্যাপটপের নতুন সংস্করণ ঘোষণা করেছে অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি পর্দাবিশিষ্ট। নতুন ল্যাপটপ আসামাত্রই পুরোনো দুটি মডেলের ম্যাকবুক এয়ার মডেলের বিপণন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানাল অ্যাপল কর্তৃপক্ষ। এরই মধ্যে নিজেদের দাপ্তরিক ওয়েবসাইট থেকে দুটি ল্যাপটপ সরিয়ে নিয়েছে অ্যাপল। মডেল দুটি হলো ম্যাকবুক এয়ার এম টু ও এম থ্রি মডেল।
যদিও সারাবিশ্বের কয়েকটি 
ই-কমার্স সাইট ও অফলাইন খুচরা বিক্রেতার মাধ্যমে ম্যাকবুক এয়ার সিরিজের এম টু ও এম থ্রি কিনতে পাওয়া যাচ্ছে। যদি ম্যাকবুক এয়ার সিরিজের এম টু ও এম থ্রি মডেলের গ্রাহক হয়ে থাকেন, তাহলে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছে ম্যাকবুক এয়ার নির্মাতা অ্যাপল। কারণ, সফটওয়্যার ও সর্বশেষ নিরাপত্তার মানোন্নয়ন প্রশ্নে মডেল দুটিতে নিয়মিত আপডেট সক্রিয় করবে অ্যাপল। বাজার গবেষকরা বলছেন, বিপণন প্রক্রিয়াকে প্রতিযোগিতাপূর্ণ আর পুরোনো মডেলের পরিবর্তে নতুন মডেলে ঢেলে সাজাতেই অ্যাপল এমন উদ্যোগ নিয়েছে। অতীত রেকর্ড ভেঙে তারা বছরের শুরুতেই অ্যাপল পণ্য বাজারে উন্মোচন করেছে। সুতরাং বছরজুড়েই এমন মডেল বিপণন বন্ধের ঘোষণা আসবে, তা প্রায় নিশ্চিত করেই অনুমেয়। যারা নতুন ম্যাকবুক কিনতে আগ্রহী বা ভাবছেন যে ম্যাকবুক এয়ার এম থ্রি, এম ফোর মডেলের মধ্যে কোনটা নির্বাচন করবেন, তাদের উদ্দেশে অ্যাপল বলছে, নতুন এম ফোর চিপযুক্ত ম্যাকবুক এয়ার গত বছর অবমুক্ত হওয়া ম্যাকবুক এয়ার এম থ্রি মডেলের তুলনায় দামে তুলনামূলক সাশ্রয়ী হবে। ম্যাকবুক এয়ার এম ফোর মডেল দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। একটি মডেল ১৩ ইঞ্চি পর্দা, অন্যটি ১৫ ইঞ্চি পর্দাবিশিষ্ট।
অ্যাপল বিশ্লেষকরা বলছেন, আগের রীতিনীতি ভেঙে অ্যাপল এখন বাজেটবান্ধব হতে চলেছে। বৈশ্বিক বাজার প্রতিযোগিতায় নিজেকে দামের বিবেচনায় ঢেলে সাজাতে অ্যাপল ডিভাইস বিভাগ ও গবেষক দল কাজ করছে। সে কারণেই নতুন কোনো মডেলের সঙ্গে যদি আগের মডেলের দাম কাছাকাছি হয়ে যায়, সে ক্ষেত্রে পুরোনো মডেলকে বিপণন থেকে সরিয়ে নিচ্ছে অ্যাপল। কিছুদিন আগে আইফোনের আগের তিনটি মডেল বিপণন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এবার বন্ধ হলো ম্যাকবুক এয়ার সিরিজের দুটি মডেল। সামনে এমন আরও কিছু ঘোষণা আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অ য পল এম থ র এম ফ র ব পণন

এছাড়াও পড়ুন:

‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীর শিক্ষার্থীদের

তিতুমীর কলেজকে ঢাকার সাতটি কলেজের সঙ্গে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ নামের প্রশাসনিক কাঠামোর প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিতুমীর কলেজকে কাঠামোর আওতায় আনা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। 

রোববার সন্ধ্যায় কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

সংগঠনটির দপ্তর সম্পাদক মো. বেল্লাল হোসেনের সই করা ওই বিবৃতিতে বলা হয়েছে, যে নতুন কাঠামোর প্রস্তাব করা হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় আমাদের কলেজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও চারজন প্রতিনিধির মধ্যে তিনজনই অকুণ্ঠচিত্তে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা স্পষ্টভাবে ঘোষণা করেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট ও সম্মতি ব্যতীত তারা কোনো সিদ্ধান্ত গ্রহণে রাজি নয়। একইসঙ্গে এ ধরনে উদ্দেশ্যেপ্রণোদিত স্বার্থান্বেষী অ্যাজেন্ডা বাস্তবায়নের মিটিংকে প্রত্যাখ্যান করেন। 

তিনি আরও বলেন, অনুপস্থিত তিনজন শিক্ষার্থীর নাম যথাক্রমে আমিনুল ইসলাম, হাবিবুল্লাহ রনি, মো. মেহেদী হাসান। অন্যদিকে, একজন প্রতিনিধি রেজায়ে রাব্বি জায়েদ, সভায় উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ত্যাগ করেন এবং যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে অবিচল থাকার ঘোষণা দেন।  

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বিবৃতিতে তিনি আরও বলেন, এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি, ঐতিহ্য, আত্মপরিচয় ও মর্যাদার প্রশ্নে আপসহীন। প্রাতিষ্ঠানিক স্বকীয়তা রক্ষায় তারা সবসময় প্রস্তুত। আমরা যেকোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধেও দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। 

এর আগে, গতকাল দুপুরে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম চূড়ান্ত করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

সাতটি সরকারি কলেজ হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

সম্পর্কিত নিবন্ধ