Samakal:
2025-04-15@13:28:36 GMT

আলট্রা লেন্স সেটআপ

Published: 16th, March 2025 GMT

আলট্রা লেন্স সেটআপ

বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সম্মেলনে ‘আলট্রা’ ফোনের কনসেপ্ট ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। ডিভাইসের প্রটোটাইপ ‘ইন্টারচেঞ্জঅ্যাবল লেন্স সেটআপ’ প্রযুক্তির মতো অত্যাধুনিক চমক দিয়েছে।
নব্য ঘরানার স্মার্টফোনে থাকবে প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেম। সঙ্গে যুক্ত এক ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর, যা সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার অভিনব সুযোগ করে দেবে। অন্যদিকে থাকবে ৭৩এমএম পোর্ট্রেট এবং ২৩৪এমএম টেলিফটো বৈশিষ্ট্যের দুটি 
প্রো-লেভেল লেন্সেস।
ক্রিমি বোকেহসহ ১০ গুণ জুম ডিভাইসের স্বচ্ছতা দেবে, যা মোবাইল ডিভাইসের উন্নয়নে ধারাবাহিকতায় হবে নতুন সংযোজন। ব্র্যান্ডটি বার্সেলোনা সম্মেলনে তিন বছরের কর্মকৌশল ও পরিকল্পনা প্রকাশ করেছে। ‘মিড থেকে হাইঅ্যান্ড’ চাহিদার গুরুত্ব বুঝে নির্মাতা ব্র্যান্ড বৈশ্বিক গ্রাহক সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে।
রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট এবং সিএমও চেজ জু বলেন, প্রবৃদ্ধির নতুন সময়ে টেকসই শর্ত অর্জনে গ্রাহকের চাহিদা পূরণে সময়োপযোগী উদ্ভাবনে প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি। নিত্যনতুন কৌশলগত পরিকল্পনায় শুধু বাজার সম্প্রসারণেই গুরুত্ব দেওয়া হচ্ছে তা নয়; বরং প্রযুক্তির জনপ্রিয়তার মাধ্যমে তা তরুণ প্রজন্মের ক্ষমতায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। প্রযুক্তি খাতে প্রতিনিয়ত ভোক্তার প্রত্যাশা পূরণে কাজ করে চলেছি।
অন্যদিকে, নেক্সট এআই উদ্যোগের মাধ্যমে এআই ইমেজিং, এআই এফিশিয়েন্সি এবং এআই গেমিংয়ের মাধ্যমে মানোন্নত, সহজলভ্য ও ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহে গুরুত্ব দিয়েছে ব্র্যান্ডটি। আগামী তিন বছরে বিশ্বজুড়ে ১০ কোটি এআই স্মার্টফোন সরবরাহের পরিকল্পনা করেছে ব্র্যান্ডটি। তা ছাড়া জিটি সিরিজ, নম্বর সিরিজ, সি সিরিজ ও অন্য সব গ্রাহককে সেরা চিপসেট ও ব্যাটারির অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে গবেষণা বিভাগ।
ভবিষ্যতে আইকনিক আইপিএর সঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রির অন্য সব স্টেকহোল্ডারদের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে কাজ করবে ব্র্যান্ডটি। অন্তত একটি আইপির সঙ্গে কাজ করতে আগ্রহী, যা তরুণদের ভাবনাকে গভীরভাবে মূল্যায়ন ও তাদের অনুপ্রাণিত করবে। ২০২৫ সালে জনপ্রিয় বিনোদন ও লাক্সারি আইপির সঙ্গে অংশীজন হয়ে সৃজনশীল ভাবনার প্রকাশ ঘটিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করা ব্র্যান্ডটির লক্ষ্য।
সি সিরিজ ভাবনায় ‘বেটার টেক ফর ইয়ুথ’ দীর্ঘস্থায়ী ও নির্বিঘ্ন পরিষেবার প্রতিশ্রুতি দেয়, যা একই দামের স্মার্টফোনের মার্কেটে নতুন চ্যালেঞ্জ রূপে দৃশ্যমান।
তরুণদের ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার জনপ্রিয় করার উদ্দেশ্যে ব্র্যান্ডটি সবকটি স্মার্টফোন মডেলে এআই প্রযুক্তিকে ব্যবহারবান্ধব করে পরবর্তী প্রজন্মকে সীমাহীন কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রবেশ করানোর উদ্দেশ্য নিয়ে কাজ করছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ নকল ব র য ন ডট ক জ কর

এছাড়াও পড়ুন:

ইলিশ: দাম স্বাভাবিক, ক্রেতা কম

বাংলা নববর্ষ উদযাপনে পান্তা ইলিশের একটি রেওয়াজ আছে। প্রতি বছর পয়লা বৈশাখ এলে বাজারে ইলিশের চাহিদা ও দাম বেড়ে যায়। কিন্তু এবার বাজারে বড় সাইজের ইলিশের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকলেও ক্রেতা কম বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেজি বা একটু বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ৮০০ টাকা এবং  ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায়।

কারওয়ান বাজারে পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ কিনতে আসা বেসরকারি চাকরিজীবী সুইটি রানী রাইজিংবিডিকে বলেন, “পয়লা বৈশাখে পান্তা ইলিশ না খেলে নববর্ষ উদযাপন হবে কী করে? তাই স্বামীকে নিয়ে ইলিশ নিতে এসেছি। এখানে ভালো মানের ইলিশ পাওয়া যায়। আমি এক কেজি ওজনের দুটি ইলিশ নিয়েছি। আমার কাছ থেকে চার হাজার টাকা রেখেছে। গত সপ্তাহেও এই দামে নিয়েছি।”

আরো পড়ুন:

কড়া নাড়ছে ঈদ, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা

শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাকাটা

সাজ্জাদুল ইসলাম নামের আরেকজন ক্রেতা রাইজিংবিডিকে বলেন, “আমাদের অফিসের জন্য ১৫ কেজি ইলিশ নিয়েছি। অফিসের সবাই ইলিশ দিয়ে নববর্ষ উদযাপন করব। ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম রেখেছে ১ হাজার ৬০০ টাকা করে। অন্য সময় হয়তো ১ হাজার ৫০০ তে পেতাম। তবে এখানকার মাছগুলো টাটকা।”

পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ কিনতে আসা কাইয়ুম মজুমদার রাইজিংবিডিকে বলেন, “এবার বাজারে অন্য বছরের তুলনায় ইলিশের দাম কম দেখলাম। বড় ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা মধ্যে। কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে তাদের পক্ষে এই দামেও ইলিশ কেনা সম্ভব না।”

কারওয়ান বাজারে সুজন মৎস্য আড়ৎ এর স্বত্বাধিকারী মো. সুজন সিকদার রাইজিংবিডিকে বলেন, “বাজারে এখন পর্যাপ্ত পরিমাণ ইলিশ সরবরাহ থাকার কারণে পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বাড়েনি। আগের দামে বিক্রি হচ্ছে। নদীর ইলিশের চাহিদা বেশি। এখন ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে। তবে আগে যেমন পয়লা বৈশাখে বাজারে ভিড় থাকত। এ বছর ভিড় দেখছি না, বিক্রিও কম।”

বাবুল মৎস্য আড়ৎ এর ইলিশ বিক্রেতা বাবুল মোল্লা রাইজিংবিডিকে বলেন, “এবার বাজারে ইলিশের দাম স্বাভাবিক রয়েছে। এর অন্যতম কারণ বড় ইলিশ মাছের সরবরাহ ঠিক আছে।” 

ঢাকা/রায়হান/সাইফ 

সম্পর্কিত নিবন্ধ

  • শক্তিশালী সৌরঝড়ের আশঙ্কা
  • নতুন বিনিয়োগ ‘পড়বে অসম প্রতিযোগিতায়’ 
  • যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি করবে না চীন
  • ইলিশ: দাম স্বাভাবিক, ক্রেতা কম
  • ইউক্রেনে গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র
  • ধরা পড়ছে না ইলিশ, জেলেদের দিন কাটছে অর্থকষ্টে
  • আদানির সরবরাহ কমে লোডশেডিং বেড়েছে
  • পানি নেই ঝিরি-ঝরনায় সংকটে দুর্গম গ্রামবাসী
  • টেসলা কতটা ‘মেড ইন আমেরিকা’
  • আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু