‘ঘোড়াটির বয়স পাঁচ বছর। নাম বাহাদুর। ভারতীয় মারোয়ারি তাজি জাতের প্রাণীটি দ্রুত দৌড়াতে পারে। একে নিয়ে বিভিন্ন ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অনেক পুরস্কারও পেয়েছি। খয়েরি লাল-সাদা ঘোড়াটির যত্ন নিয়েছি নিজেই। এবারের মেলায় এর দাম ঠিক করেছি ৯ লাখ টাকা। অনেকে বিভিন্ন অঙ্কের দাম বললেও এ পর্যন্ত সাড়ে ৭ লাখ টাকা দাম উঠেছে।’ জয়পুরহাটের আক্কেলপুরে ৫১৭ বছরের ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোলপূর্ণিমার মেলায় কথাগুলো বলছিলেন বাহাদুরের মালিক নওগাঁর ধামইরহাটের আব্দুল মজিদ।
ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর দরদামে এখন মুখর ঘোড়ার মেলা। এবার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে ভারতীয় মারোয়ারি তাজি জাতের ঘোড়াটি। এ ছাড়া পঙ্খিরাজ, বাহাদুর, বিজলি, কিরণমালা, বাংলার রানি, সুইটিসহ বাহারি নামের ঘোড়াও রয়েছে।
আয়োজকরা জানান, দেশের একমাত্র ঘোড়া বেচাকেনার হাট গোপীনাথপুর দোলের মেলা। দোলপূর্ণিমা উপলক্ষে মাসব্যাপী চলে মেলা। কিন্তু পশুর মেলা হয় প্রথম ১০ দিন। মহিষ, গরু, ভেড়া ও ছাগলও বেচাকেনা হয় এখানে। মাঠে দেখানো হয় ঘোড়দৌড়।
নীলফামারীর ডোমার থেকে আবুল হোসেন এসেছিলেন মেলায়। তিনি বাহাদুরের দাম বলেছেন সাড়ে ৭ লাখ টাকা। আরও দু-একটি দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ইউএনও মনজুরুল আলম বলেন, গোপীনাথপুরের মেলাটি প্রাচীন মেলা। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে দমন করা হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইজিবাইক সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, টেটাবিদ্ধ ৩
হবিগঞ্জে ইজিবাইক সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে টেটাবিদ্ধ ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার টঙ্গিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের আফজল আলীর সঙ্গে রামনগর গ্রামের আইয়ুব আলীর ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) গাড়ির সাইড দেওয়া নিয়ে শনিবার ঝগড়া হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সালিশে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার উদ্যোগ নেন।
রবিবার রাতে সালিশের আগেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত বাকিরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
ঢাকা/মামুন/টিপু