Samakal:
2025-03-17@19:00:10 GMT

শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক

Published: 16th, March 2025 GMT

শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক

মৃত্যু এক অমোঘ সত্য। আমাদের এই রৌদ্রছায়াময় নিষ্ঠুর পৃথিবীতে কে তাকে রুধিবারে পারে? সৈয়দ মঞ্জুর এলাহী বিশিষ্ট শিল্পোদ্যোক্তা; ১২ মার্চ ২০২৫ চলে গেলেন অনন্তের উদ্দেশে। তিনি শুধু শিল্পোদ্যোক্তা ছিলেন না; জাতি গঠন ও সমাজসেবায় তাঁর অনন্য ভূমিকা ছিল। বহু শিল্পপ্রতিষ্ঠানের রূপকার। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব  পালন করেছেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিএলসি (এমটিভি), এমটিবি ক্যাপিটাল লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ পিএলসি চেয়ারম্যান এবং ট্যানারির প্রতিষ্ঠাতা হিসেবে চামড়া ব্যবসায় তাঁর প্রবেশ ছিল উল্লেখযোগ্য। তিনি হাজারীবাগ এলাকায় গড়ে তোলেন চামড়া রপ্তানিকারক প্রতিষ্ঠান। বহুজাতিক টোব্যাকো কোম্পানি, যা ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো নামে পরিচিত, তা থেকে তাঁর কর্মজীবন শুরু। মোটা বেতন ও সুবিধা ছেড়ে তিনি এ দেশে ফিরে মনোনিবেশ করেন ব্যবসায়।
১৯৭০ সালের উত্তাল সময়ে তাঁর প্রত্যাবর্তন ছিল জীবনের টার্নিং পয়েন্ট। তাঁকে মাঝে একবার ইংল্যান্ড যেতে হয়েছিল। চামড়া ব্যবসায় তাঁর নিজের নামে কোম্পানি খুলে চামড়া শিল্পে যাত্রা শুরু করেছিলেন। এপেক্সের মাধ্যমে তাঁর ব্যবসায় নতুন গতি সঞ্চারিত হয়। এক সময় তাইওয়ানের সঙ্গে যৌথভাবে সৈয়দ মঞ্জুর ব্লুওশান ফুটওয়্যার গড়ে তোলেন। সফিপুরে যুক্তরাষ্ট্রের নারীদের জন্য জুতা তৈরির কারখানা চালু হলো।
সৈয়দ মঞ্জুর এলাহী প্রতিষ্ঠা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। একে একে সম্প্রসারিত হয় এপেক্স ফার্মা, এপেক্স এন্টারপ্রাইজ, এপেক্স ইনভেস্টমেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাঁর ছিল বিজ্ঞাপনী সংস্থা গ্রে ও কোয়ান্টাম কনজুমারস অ্যাসোসিয়েশনের অংশীদারিত্ব।

তিনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি সমাজসেবায় মনোযোগী হয়ে ওঠেন। তাঁর স্ত্রী নিলুফার মঞ্জুরকে সানবিমস ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। তিনি ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, 
ফ্রিডম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর কর্মময় জীবন পরিব্যাপ্ত ছিল। 
সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৪২ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স ও রাঁচির বিশপ ওয়েস্ট কট স্কুলে লেখাপড়া শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৬২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর হন। বর্ণাঢ্য জীবনে প্রবেশ ও খ্যাতি লাভ ছিল তাঁর অসামান্য যোগ্যতা। তিনি ছিলেন আপাদমস্তক কর্মবীর। ২০২৫ সালের ১২ মার্চ সিঙ্গাপুর হাসপাতালে তাঁর মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি ঘটায়।

৮৩ বছরে তাঁর একটি পরিণত জীবন অনেক উদ্যোক্তার জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর শেষ কথা, আমাকে ঘরে নিয়ে চলো– এটাই তোমার কর্তব্য। 
দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কে সৈয়দ মঞ্জুর এলাহীর ধারণা উঁচু ছিল। নীতিনির্ধারণে তাঁর মতামত গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। বাজেট প্রণয়ন-সংক্রান্ত তাঁর মতামত তাৎপর্যময়।
শুধু ব্যবসায়ী হিসেবে নয়; মানুষ মঞ্জুর এলাহী একজন মানবিক গুণে ছিলেন ভরপুর। দেশের বিকাশমান শিল্পের তিনি ছিলেন অগ্রবর্তী উদ্যোক্তা। তাঁর জীবনাবসান অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।  তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর পথ অনুসরণ করে আমাদের শিল্প, অর্থনীতি ও পরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। তিনি অনুসরণীয় ও প্রেরণাদাতা। 

সাইফুজ্জামান: প্রাবন্ধিক

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য়

এছাড়াও পড়ুন:

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ ২৫

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। পিরোজপুর জেলা/পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দা/নাগরিকেরা আবেদন করতে পারবেন না। এ ছাড়া বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকেরা আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার

পদসংখ্যা: ২৫

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া, যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকদের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেলসহ বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানবাহিনী রেকর্ড অফিসে চাকরি, পদ ১৭৬ ঘণ্টা আগে

ধরন: তিন বছর মেয়াদি চুক্তিভিত্তিক

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা। এ ছাড়া অন্য ভাতা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

বয়স: ১৭ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে আবারও বড় নিয়োগ, ২০ ক্যাটাগরিতে পদ ৪৭২১৫ মার্চ ২০২৫আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ মার্চ থেকে ৮ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ছবির গল্প: ঈদ মেলা ২০২৫
  • তিন রাউন্ড শেষে শীর্ষে ৯ জন
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি
  • জীবন বীমা করপোরেশনে নবম গ্রেডে চাকরি, ৫৯ পদের জন্য আবেদন করুন দ্রুত
  • স্থানীয় সরকার ইনস্টিটিউটে ৯ম গ্রেডে চাকরির সুযোগ
  • টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এ স্থান পেল আশুলিয়ার জেবুন নেসা মসজিদ
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ মার্চ ২০২৫)
  • দুই রাউন্ড শেষে শীর্ষে ২৯ জন
  • পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ ২৫