এত গুণী শিল্পী বেকার বসে আছেন, ধারণাই ছিল না: নায়িকা রত্না
Published: 16th, March 2025 GMT
‘এফডিসির শিল্পী সমিতির যাঁদের কেউ অভিনয়ে ডাকেন না, তাঁদের নিয়েই কাজ করছি। বঞ্চিতদের আমি তুলে ধরতে চাই। তাঁদের পথচলায় সহযোগিতা করতে চাই।’ কথাগুলো চিত্রনায়িকা রত্নার। এই অভিনেত্রী এবার এফডিসির পার্শ্বচরিত্রের বঞ্চিত অভিনয়শিল্পীদের নিয়ে শুরু করেছেন নাটক প্রযোজনার কাজ। একই সঙ্গে তিনি অভিনয়ও করেছেন। ঈদে ‘প্রতিবাদী নারী’ ও ‘ঝগড়াটে পরিবার’ নাটকে তাঁকে দেখা যাবে।
রত্না কবির জানান, বিভিন্ন সময় সিনেমায় তাঁর সঙ্গে সহ–অভিনয়শিল্পী হিসেবে যাঁরা কাজ করেছেন, তাঁদের সঙ্গে নিয়েই তাঁর এই নতুন যাত্রা। তিনি বলেন, ‘এফডিসির অনেক শিল্পীর মেধা থাকা সত্ত্বেও কাজে ডাক পান না। তাঁদের নিয়েই আমরা কাজ করছি। আমার নাটক ও চ্যানেলের মাধ্যমে তাঁদের প্রোমোট করতে চাই। এতে যদি আমি লাভবান হই, তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব। আমি কাউকে বঞ্চিত করব না।’
সহশিল্পীদের সঙ্গে রত্না। ছবি: শিল্পীর ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৯ এপ্রিল ২০২৫)
নারী বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান। আইপিএলে দুটি ও পিএসএলে আছে একটি ম্যাচ। রাতে খেলতে নামছে বার্সেলোনা।নারী বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১০–৩০ মি., আইসিসি ডট টিভি
শ্রীলঙ্কা ‘এ’–আয়ারল্যান্ড ‘এ’
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট
গুজরাট টাইটানস–দিল্লি ক্যাপিটালস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
রাজস্থান রয়্যালস–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
হাইডেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ইউনিয়ন বার্লিন–স্টুটগার্ট
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
বার্সেলোনা–সেলতা ভিগো
রাত ৮–১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ
এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অ্যাস্টন ভিলা–নিউক্যাসল
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
মুলতান সুলতানস–পেশোয়ার জালমি
রাত ৯টা, নাগরিক টিভি