পাকিস্তান সুপার লিগ (পিএসএল), না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)—সুযোগ পেলে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন আপনি? প্রায় সবাই যে আইপিএলের কথাই বলবেন, সেটি তো অনুমিতই। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশও শেষ মুহূর্তে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে প্রস্তাব পেয়ে ফেরাতে পারেননি। পিএসএলের দল পেশোয়ার জালমি ছেড়ে যোগ দিয়েছেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসে।

আর তা করেই আইনি জটিলতায় পড়ে গেলেন প্রোটিয়া এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে বশকে। এবারই প্রথম একই সময়ে হচ্ছে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে।

পেশোয়ার জালমি করবিন বশকে দলে টানে জানুয়ারির ড্রাফটে। এরপর ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস জানায়, তারা চোটে পড়া আরেক দক্ষিণ আফ্রিকান লিজাড উইলিয়ামসের বদলে করবিন বশকে দলে নিয়েছে।

পেশোয়ার জালমি দলে টেনেছিল করবিন বশকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল করব ন

এছাড়াও পড়ুন:

পিএসএলে নাহিদ রানাদের দল পাওয়ার বিষয়টি জানেই না বিসিবি 

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে মাসখানেকও বাকি নেই। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে দল পেয়েছেন তিন বাংলাদেশি। তবে এই বিষয়ে জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 

১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর। বাংলাদেশিদের মধ্যে নাহিদ রানাকে নিয়েছে পেশওয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস আর রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। 

পিএসএলে এই তিন ক্রিকেটারকে কি খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে? শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার মাহফিলে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এনওসি নিয়ে জিজ্ঞেষ করা হলে তিনি জানান, “এই সম্পর্কে বিসিবি কিছু জানে না।”

ফাহিম বলেন,  “কে পেয়েছে, কে পায়নি এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। ক্রিকেট বোর্ড এই ব্যাপারে জানে না।”

এই তিন ক্রিকেটার যদি এনওসির আবেদন করেন তাহলে দেওয়া হবে কি না? এমন প্রশ্নে ফাহিম বলেন, “ক্রিকেট বোর্ড জানেই না এই সম্পর্কে।”

এদিকে জানা গেছে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার এনওসির আবেদন করেননি। কয়েকদিনের মধ্যে বিসিবিতে আবেদন করতে পারেন তারা। আবার একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হওয়ায় বিসিবি তাদের আবেদনে সাড়া দেয় কি না এখন সেটাই দেখার। 

ঢাকা/রিয়াদ 


 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসএলে নাহিদ রানাদের দল পাওয়ার বিষয়টি জানেই না বিসিবি