পাকিস্তান সুপার লিগ (পিএসএল), না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)—সুযোগ পেলে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন আপনি? প্রায় সবাই যে আইপিএলের কথাই বলবেন, সেটি তো অনুমিতই। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশও শেষ মুহূর্তে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে প্রস্তাব পেয়ে ফেরাতে পারেননি। পিএসএলের দল পেশোয়ার জালমি ছেড়ে যোগ দিয়েছেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসে।

আর তা করেই আইনি জটিলতায় পড়ে গেলেন প্রোটিয়া এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে বশকে। এবারই প্রথম একই সময়ে হচ্ছে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে।

পেশোয়ার জালমি করবিন বশকে দলে টানে জানুয়ারির ড্রাফটে। এরপর ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস জানায়, তারা চোটে পড়া আরেক দক্ষিণ আফ্রিকান লিজাড উইলিয়ামসের বদলে করবিন বশকে দলে নিয়েছে।

পেশোয়ার জালমি দলে টেনেছিল করবিন বশকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল করব ন

এছাড়াও পড়ুন:

পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠেছে শুক্রবার। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নেমেছে লাহোর কালান্দার্স, দলটির স্কোয়াডে আছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তবে উদ্বোধনী ম্যাচেই হতাশ করেছেন লাহোর টিম ম্যানেজমেন্ট—একাদশে জায়গা পাননি রিশাদ।  

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছে শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শাদাব খানের ইসলামাবাদ।  

বাংলাদেশের তিন ক্রিকেটার এবার খেলছেন পিএসএলে, তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও এবারের আসরে একটু বেশি। যদিও রিশাদ একাদশে না থাকায় কিছুটা হতাশার সুর রয়েছে ভক্তদের মাঝে। 

এবারের আসর ঘিরে বাড়তি আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রযুক্তিগত দিকেও আনা হয়েছে বেশ কিছু নতুনত্ব। ম্যাচ অফিসিয়ালদের জন্য থাকছে উন্নত প্রযুক্তি, রিয়েল টাইম ডিআরএস মাল্টিস্ক্রিন রিপ্লে এবং স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্তকরণ ব্যবস্থা। 

যদিও আইপিএলে বিশ্ব ক্রিকেটের বড় তারকারা খেলেন, তবে পিএসএলও পিছিয়ে নেই বিদেশি তারকায়। এবারের আসরে খেলছেন ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, স্যাম বিলিংস, ড্যারিল মিচেলদের মতো তারকারা। পাঁচ সপ্তাহব্যাপী এই আসরের ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সোয়া ছয় কোটি টাকা।

লাহোর কালান্দার্স: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড ভিসে, শাহীন আফ্রিদি, জাহানদাদ খান, হারিস রউফ, আসিফ আফ্রিদি।

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ
  • পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও
  • পিএসএলে ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দিচ্ছেন রিজওয়ানরা
  • প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি
  • বাবরের পিএসএল শুরু শূন্যতে, আমিরের বলে কুপোকাত
  • শুরুর আগেই শেষ, পিএসএল ছাড়লেন লিটন 
  • পিএসএলে খেলতে পারবেন না লিটন
  • পিএসএলের উদ্বোধনী ম্যাচে হেরেছে রিশাদের লাহোর
  • পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
  • পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ