নারী নির্যাতনের সংশোধিত আইনে মৃত্যুদণ্ডের বিধান নিয়ে নারীপক্ষের উদ্বেগ
Published: 16th, March 2025 GMT
নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন এনে দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডের বিধান রাখায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংগঠন নারীপক্ষ। তারা মনে করে, জনতুষ্টির জন্য তড়িঘড়ি আইন সংশোধন অবিবেচনাপ্রসূত; যা অপরাধের সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।
আজ রোববার নারীপক্ষের আন্দোলন সম্পাদক সাফিয়া আজীমের সই করা বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘নারী ও শিশুর ওপর ধর্ষণ এবং যৌন আক্রমণের ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০”–এর অধিকতর সংশোধন করতে দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে। এই উদ্যোগ আমাদেরকে উদ্বিগ্ন ও শঙ্কিত করছে। সমস্যার মূলে না গিয়ে কেবল জনতুষ্টি আদায়ের জন্য তড়িঘড়ি আইন সংশোধন অবিবেচনাপ্রসূত, যা নারী ও শিশু নির্যাতন এবং তাদের ওপর ধর্ষণ ও যৌন আক্রমণ বন্ধে কোনো সমাধান আনবে না। বরং অপরাধের সুবিচার নিশ্চিত করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ইতিমধ্যে আইন উপদেষ্টাকে এ বিষয়ে নারীপক্ষের অবস্থান ও বক্তব্য স্পষ্ট করে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে নারীপক্ষ প্রত্যাশা করে।
ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হয়েছে বলে গত বুধবার জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
এর আগে গত রোববার আইন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, ধর্ষণের মামলায় তদন্তের সময় ৩০ থেকে কমিয়ে ১৫ দিন করা হচ্ছে। আর বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে। এ ছাড়া উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন, তবে ডিএনএ প্রতিবেদন ছাড়াই চিকিৎসা সনদের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে মামলার বিচারকাজ চালাতে পারবেন। এমন বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে।
আরও পড়ুনধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে করতে অধ্যাদেশের খসড়া তৈরি, জানালেন আইন উপদেষ্টা১২ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইন উপদ ষ ট ন আইন
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন
‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ।
আজ সোমবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে জেলা প্রশান, প্রচ্ছদ, হিজিবিজি, সরকারি কলেজ, উদীচী, এনসিটিএফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে শোভাযাত্রার আয়োজন করে।
জেলার ঐতিহ্য গরুর গাড়ি, পুতুল নাচ, চরের কৃষকদের নানা কথা উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহরের কুড়িগ্রাম সরোবরে গিয়ে শেষ হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কুড়িগ্রাম ইকো পার্কে পুতুল নাচ, ভেলাকোপা গ্রামে লাঠি খেলা, পাঁচগাছির ভেলুর বাজারে ঘোড়া খেলাসহ দিন্যবাপী বর্ষবরণের নানা আয়োজন জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। তবে বিগত কয়েকবছর ধরে জেলায় বৈশাখী মেলা না হওয়ায় কিছুটা অখুশি দেখা যায় জেলা শহরের বাসিন্দাদের মধ্যে।
জেলা শহরের বাসিন্দা হামিদুল হক বলেন, ‘প্রতিবছর কুড়িগ্রামে ধুম-ধাম করে বর্ষ বরণ হলেও, বিগত কয়েক বছর থেকে বৈশাখী মেলা হয় না, এটি হলে ভালো হতো।’
পুতুল নাচ দেখতে আসা জারা ইসলাম বলেন, ‘বাবার সঙ্গে প্রথম পুতুল নাচ দেখতে আসলাম, খুব ভালো লাগছে।’
হিজিবিজির সংগঠক রাজ্য জ্যোতি বলেন, ‘বর্ষ বরণের নানা আয়োজন কুড়িগ্রাম সরোবরে দিনব্যাপী চলবে। প্রশাসন থেকে সব ধরণের নিরাপত্তা দিচ্ছে।’