দুটি বাড়ি, দুটি গাড়ি ও এক কোটি টাকা ব্যাংকে থাকলে বাড়তি কর
Published: 16th, March 2025 GMT
কর দেওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও যাঁরা ফাঁকি দিচ্ছেন, তাঁদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা। এ জন্য আইন প্রণয়নেরও সুপারিশ করেন তাঁরা। অর্থনীতিবিদদের কাছ থেকে এমন পরামর্শও আসে যে যাঁদের দুটি বাড়ি, দুটি গাড়ি ও এক কোটি টাকার বেশি ব্যাংকে আমানত আছে, তাঁদের কাছ থেকে যেন প্রত্যক্ষ, অর্থাৎ বাড়তি কর আদায় করা হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ রোববার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় অর্থনীতিবিদেরা এসব পরামর্শ দেন। অর্থ মন্ত্রণালয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো.
বৈঠকে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি ছাত্তার, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান ও নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এম এম আকাশ, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া আলোচনায় অংশ নেন ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক মোহাম্মদ আবু ইউসুফ, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় মন্ট্রিলের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ এম আহসান প্রমুখ।
সবাই পরামর্শ দিয়েছেন এবং আমিও আগে থেকে বলে আসছি যে আগামী বাজেটে আমরা একটা পদচিহ্ন রেখে যেতে চাই। সে লক্ষ্যেই বাজেট করা হবে।—সালেহউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টাবৈঠক সূত্রে জানা গেছে, অধ্যাপক রেহমান সোবহান বাজেটে দেওয়া বরাদ্দ অনুযায়ী যতটুকু ব্যয় হয়েছে, তার প্রভাব বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন। করের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে যাঁরা কর দেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইন প্রণয়নের পরামর্শও দেন তিনি। কর অব্যাহতি কমিয়ে আনার কথা বলেন এই অর্থনীতিবিদ।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেছেন, আগামী বাজেটের আকার যদি সাড়ে সাত লাখ কোটি টাকাও হয়, তাতেও কোনো সমস্যা নেই। দেখতে হবে বাজেটে দেওয়া বরাদ্দের ব্যয়টুকু গুণগত মানসম্পন্ন হচ্ছে কি না।
আলোচনায় প্রায় সবাই কর অব্যাহতি কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। অর্থনীতিবিদেরা হতাশা ব্যক্ত করে বলেন, প্রতিবছর বাজেটের আগে তাঁদের সঙ্গে বৈঠক করে পরামর্শ নেওয়া হলেও বাজেটে তার প্রতিফলন থাকত না। এবার যাতে সে রকম না হয়। এ নিয়ে অর্থ উপদেষ্টা আগামী বাজেটে তাঁদের পরামর্শের প্রতিফলন থাকবে বলে আশ্বাস দিয়েছেন।
আলোচনা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রায় সবাই পরামর্শ দিয়েছেন বাজেট যেন উচ্চাভিলাষী না করা হয়। তা করা হবেও না। আগামী বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকবে। আর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে ৬ দশমিক ৫ শতাংশ।
অর্থ উপদেষ্টা বলেন, ‘সবাই পরামর্শ দিয়েছেন এবং আমিও আগে থেকে বলে আসছি যে আগামী বাজেটে আমরা একটা পদচিহ্ন রেখে যেতে চাই। সে লক্ষ্যেই বাজেট করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মজুত ব্যবস্থা ভালো রাখার পরামর্শও এসেছে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, সামাজিক নিরাপত্তা খাতের ভাতা কার্যকরভাবে বিতরণ, প্রয়োজনে টিসিবির কার্ডধারীর সংখ্যা ১ কোটি থেকে বাড়িয়ে ১ কোটি ২০ হাজারে উন্নীত করা, ভালো গবেষণা করা বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গবেষণা করতে প্রণোদনা দিয়ে উৎসাহিত করা, প্রকল্প বাস্তবায়নে বছরের চতুর্থ প্রান্তিকে হঠাৎ ব্যয় বৃদ্ধির বদলে সারা বছর গুরুত্বের সঙ্গে ব্যয়ের ব্যবস্থা করা, বাজেটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা, কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন ইত্যাদি পরামর্শ দিয়েছেন তাঁরা।
জানতে চাইলে এম এম আকাশ দুজন সাংবাদিককে জানান, তিনি বলেছেন যে টিসিবির মজুত ব্যবস্থাটা এমন করতে যাতে দাম বাড়লে গুদাম থেকে পণ্য বাজারে ছেড়ে দেওয়া যায়। আর বাজারে দাম কমলে টিসিবি যেন কেনার ব্যবস্থা করে। পোশাকশ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করার পরামর্শও দেন তিনি।
দুটি বাড়ি, দুটি গাড়ি ও ব্যাংকে এক কোটি টাকার বেশি আছে—এমন আমানতকারীদের কাছে থেকে প্রত্যক্ষ কর আদায়ের পরামর্শ তিনিই দিয়েছেন বলে জানান এম এম আকাশ। গ্যাস খাতে কূপ খননে বাজেট বরাদ্দ এবং ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই) শিল্প খাতের ব্যবসায়ীরা যাতে সহজে ঋণ পান, সে ব্যাপারে নীতি পদক্ষেপের সুপারিশ করেন তিনি।
ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ বলেন, দ্বৈত কর চুক্তি হলেও কার্যকর হচ্ছে না। তিনিসহ অন্যরাও পরামর্শ দিয়েছেন যেদিন বাজেটে ঘোষণা করা হয়, সেদিন থেকেই তা কার্যকর হয়ে যায়। অথচ প্রস্তুতির জন্য সরকারেরই কিছুদিন সময় দরকার। একক শিল্পগোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এমন ব্যবস্থা করা যেতে পারে, যাতে বেশি টাকা ঋণ চাইলেই তাদের পুঁজিবাজারে যেতে হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ব যবস ব যবস থ র জন য
এছাড়াও পড়ুন:
রোজার বাকি দিনগুলো সুস্থ শরীরে কাটাতে হলে যেসব নিয়ম মানবেন
১. একজন রোজাদার ইফতার ও সাহ্রিতে কী খাবেন, তা নির্ভর করবে তাঁর স্বাস্থ্যের অবস্থা ও বয়সের ওপর। তাই সঠিক খাবার তালিকা অনুসরণ করে রোজা রাখুন। কখনোই শুধু পানি খেয়ে রোজা রাখবেন না। অতিভোজন থেকেও বিরত থাকুন। খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে ধীরে খান, যা আপনার হজমে সহায়ক হবে।
২. ইফতার ও সাহ্রিতে সাধারণ ৮–১০ গ্লাস পানি খাওয়া ভালো। তবে আপনি নিজেই বুঝবেন ঠিক কত গ্লাস পানি আপনার প্রয়োজন। গ্লাস গুনে পানি খেতে অসুবিধা হলে সমপরিমাণ পানি বোতলে ভরে রাখুন এবং ইফতার থেকে সাহ্রির সময়ের মধ্যে তার পুরোটা শেষ করুন। গ্রীষ্মকালীন রমজানে পরিমাণমতো বিশুদ্ধ পানি খাওয়া জরুরি। এশা ও তারাবির নামাজের পর অভ্যাস অনুযায়ী পরিমাণমতো ভাত, মাছ অথবা মুরগির মাংস, ডাল ও সবজি খান।
৩. দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে এবং পানিশূন্যতার কারণে শরীরে দেখা দেয় নানান জটিলতা। অনেকে পানির পরিবর্তে লেমন অথবা রোজ ওয়াটার, শরবত, ভিটামিন ওয়াটারসহ নানান ধরনের প্রক্রিয়াজাত পানীয় খান। এ ব্যাপারে পুষ্টিবিদদের অভিমত, রোজাদারদের শুধু বিশুদ্ধ পানি খাওয়াই ভালো। কার্বোনেটেড ও সুগার ড্রিংক, চা ও কফি খেলে শরীর থেকে অধিক পানি বের হয়ে যায়। অ্যাসিডিটির সমস্যা মাথাচাড়া দেয়। রোজাদারদের বরং প্রচুর সবুজ শাকসবজি, ফলমূল খাওয়া প্রয়োজন।
আরও পড়ুনরোজায় গ্যাসের সমস্যা এড়াতে খাবারের বেলায় যেসব নিয়ম মানবেন০৬ মার্চ ২০২৫৪. সারা দিন অভুক্ত থাকার ফলে শরীরের শক্তির জন্য প্রয়োজনীয় এবং দ্রুত শক্তি পাওয়া যায়, এমন খাবারের উদাহরণ হলো গ্লুকোজ। এ ছাড়া তৎক্ষণাৎ শক্তির জোগান দিতে সক্ষম খাবারের মধ্যে আছে আঙুর, খেজুর, ফলের রস। এসব যেমন শরীরে সহজে শক্তি আহরণে কাজে লাগে, তেমনি শরীরের পানি ও খনিজের প্রয়োজনও মেটায়।
৫. ইফতারে মুখরোচক খাবারগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয়েছে কি না, ভেজাল তেল, বেসন ও কৃত্রিম রং মেশানো হয়েছে কি না, সেদিকে নজর দিন। কোনো কিছু ভাজার জন্য একবারের বেশি তেল ব্যবহার করা উচিত নয়। কারণ, একই তেল বারবার আগুনে ফোটালে কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি হয়, যেমন পলি নিউক্লিয়ার হাইড্রোকার্বন। এই রাসায়নিকের মধ্যে বেনজা পাইরিন নামক ক্যানসার তৈরিতে সক্ষম এমন পদার্থের মাত্রা বেশি থাকে। ইফতারে বেশি ক্যালরি সমৃদ্ধ এবং সহজে ও তাড়াতাড়ি হজম হয়, এমন খাবার খান।
আরও পড়ুনসেবার কেন ২৮ রমজানে ঈদ হয়েছিল আরবে?১০ এপ্রিল ২০২৪৬. সাহ্রির খাবার সহজপাচ্য ও স্বাস্থ্যসম্মত হওয়া জরুরি। অধিক তেল, অধিক ঝাল, অধিক চর্বিজাতীয় খাবার খাওয়া একদম উচিত নয়। ভাতের সঙ্গে মিশ্র সবজি, মাছ অথবা মাংস খান। অনেকেই মনে করেন, যেহেতু সারা দিন না খেয়ে থাকতে হবে, তাই সাহ্রির সময় প্রয়োজনের অতিরিক্ত বেশি খাবার খেতে হবে। তা মোটেই ঠিক নয়। কারণ, চার–পাঁচ ঘণ্টা পার হলেই খাদ্যগুলো পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে হজম হয়ে যায়। তাই প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো বরং মাত্রাতিরিক্ত খেলে ক্ষতির আশঙ্কাই বেশি।
৭. ভাজাপোড়া ও অতিরিক্ত মসলাযুক্ত খাদ্য বুক জ্বালাপোড়া এবং বদহজমের সমস্যা তৈরি করে। তাই এসব বর্জন করুন। রান্নার সময় খাবারে ডালডার পরিবর্তে যতটা সম্ভব কম পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করুন। অতিরিক্ত লবণ ও লবণাক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। কারণ, এসব রোজার সময় পানির পিপাসা বাড়ায়।
৮. ঘুমানোর আগে ও সাহ্রির পরে অবশ্যই দাঁত ব্রাশ করতে ভুলবেন না। রোজা রাখা অবস্থায় সকালে ব্যায়াম না করে ইফতারের পর ব্যায়াম করা ভালো। খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে ভুলবেন না। দিনে সুযোগ থাকলে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে থাকুন। দৈনিক কাজকর্ম এমনভাবে ঠিক করুন, যাতে রাতের বেলা বেশ ভালোভাবে ঘুমানো যায়।
আরও পড়ুনদই-চিড়া কেন সেরা ইফতারি১০ মার্চ ২০২৫