অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেছেন ১১ বছর। দেশের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা—চারটি অ্যাশেজ, একটি ওয়ানডে বিশ্বকাপ, পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোনার পদক জিতেছেন কমনওয়েলথ গেমস ক্রিকেটেও। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগেও চ্যাম্পিয়ন হয়েছেন দুবার।

সেই জেস জোনাসেনের হঠাৎ কী এমন হলো যে, দলের জন্য ‘কুফা’ হয়ে উঠেছেন! ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বিশ্বের যে দেশেই ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল খেলছেন, সেখানেই হেরে যাচ্ছে তাঁর দল।

টানা সাত ফাইনালে হেরেছেন জেস জোনাসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ধর্ষণ’ বিষয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার

‘ধর্ষণ’ শব্দ পরিহার নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর করা মন্তব্যের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। রবিবার (১৬ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ধর্ষণ শব্দটি পরিহার নিয়ে ডিএম‌পি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর করা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আট বছর বয়সী বা ৮০ বছর বয়সী, যার সঙ্গেই হোক না কেন—ধর্ষণ ধর্ষণই। এমন জঘন্য অপরাধকে অবশ্যই যথাযথভাবে উল্লেখ করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদকর্মীদের সংবাদ প্রতিবেদনে ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন।

ঢাকা/হাসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ