কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার তরী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক। 

ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শফিকুল আজম, খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, আমলা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক তুষার ইমরান, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, নওদা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিগার সুলতানা মায়া, সাগরখালী ডিগ্রি কলেজের প্রভাষক সালিম খান, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান, মিরপুর প্রেসক্লাবের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, পুরাতন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল্লাহ প্রমুখ। 

ইফতারের আগে দেশের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন গোয়াবাড়ীয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মারুফ হোসেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র সহক র সদরপ র সরক র ইফত র

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

ফরিদপুরের সদরপুরে ঋণের চাপে সিদ্দিক মল্লিক (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের পরিত্যক্ত ভিটায় আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখা যায়। 

নিহত সিদ্দিক ওই এলাকার মুসা মল্লিকের ছেলে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি বাড়ি আসেননি। আজ শনিবার সকাল ৭টার দিকে মহিলারা ফসলী জমিতে কাজ করতে গেলে জমির পাশে পরিত্যক্ত ভিটার আম গাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।

আরো পড়ুন:

কৃষকদলের কমিটিতে আ.লীগ নেতা, প্রতিবাদে ১০ জনের পদত্যাগ

হাওরে কাঁচা মরিচ চাষে লোকসানের মুখে চাষিরা

কৃষ্ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য গফফার শিকদার জানান, সিদ্দিক একাধিক এনজিওর কাছে ৭-৮ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। দীর্ঘদিন ঋণ পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ কারণে হতাশা থেকে আত্মাহত্যা করতে পারেন।

এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা, সেটা নিশ্চিত করে বলা যাবে না।

ঢাকা/তামিম/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ফরিদপুরে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা