অ্যামাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে ‘আশ্রম ৩’-এর দ্বিতীয় পর্ব। প্রকাশ ঝা পরিচালিত এই সিরিজ দিয়ে অভিনেতা হিসেবে মূল স্রোতে ফিরেছেন ববি দেওল। অভিনেত্রী অদিতি পোহনকরকেও সিরিজটি খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে। আশ্রম ওয়েব সিরিজে অদিতিকে পাম্মি নামের এক সাহসী কুস্তিগিরের চরিত্রে দেখা গেছে। সিরিজের তিনটি মৌসুম মুক্তি পেয়েছে। প্রতি মৌসুমে অদিতি এ চরিত্রের মাধ্যমে নিজেকে আরও উন্নত করেছেন। চরিত্রটা যত শক্তিশালী হয়েছে, অভিনেত্রী হিসেবে আরও শক্তিশালী ও পরিপক্ব হয়ে উঠেছেন অদিতি। সম্প্রতি এক অনুষ্ঠানে অদিতি জানিয়েছেন, চরিত্রটি অত্যন্ত ব্যতিক্রমী আর তাঁর জীবনদর্শন বদলে দিয়েছে।

এই তরুণ অভিনেত্রী এই সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রকাশ ঝা আর ববি দেওল—এই দুজন আমাকে এমন এক সুযোগ দিয়েছেন, যা চরিত্র হিসেবে খুবই শক্তিশালী। আমি প্রকাশ স্যারকে ধন্যবাদ জানাতে চাই। ছোট এক শহর থেকে এসে পাম্মি আজ নিজেকে যেভাবে বদলেছে, তা অত্যন্ত প্রেরণার।

অদিতি পোহনকর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুস্তিগিরের চরিত্র করে ভাগ্যবদল

অ্যামাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে ‘আশ্রম ৩’-এর দ্বিতীয় পর্ব। প্রকাশ ঝা পরিচালিত এই সিরিজ দিয়ে অভিনেতা হিসেবে মূল স্রোতে ফিরেছেন ববি দেওল। অভিনেত্রী অদিতি পোহনকরকেও সিরিজটি খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে। আশ্রম ওয়েব সিরিজে অদিতিকে পাম্মি নামের এক সাহসী কুস্তিগিরের চরিত্রে দেখা গেছে। সিরিজের তিনটি মৌসুম মুক্তি পেয়েছে। প্রতি মৌসুমে অদিতি এ চরিত্রের মাধ্যমে নিজেকে আরও উন্নত করেছেন। চরিত্রটা যত শক্তিশালী হয়েছে, অভিনেত্রী হিসেবে আরও শক্তিশালী ও পরিপক্ব হয়ে উঠেছেন অদিতি। সম্প্রতি এক অনুষ্ঠানে অদিতি জানিয়েছেন, চরিত্রটি অত্যন্ত ব্যতিক্রমী আর তাঁর জীবনদর্শন বদলে দিয়েছে।

এই তরুণ অভিনেত্রী এই সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রকাশ ঝা আর ববি দেওল—এই দুজন আমাকে এমন এক সুযোগ দিয়েছেন, যা চরিত্র হিসেবে খুবই শক্তিশালী। আমি প্রকাশ স্যারকে ধন্যবাদ জানাতে চাই। ছোট এক শহর থেকে এসে পাম্মি আজ নিজেকে যেভাবে বদলেছে, তা অত্যন্ত প্রেরণার।

অদিতি পোহনকর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ