দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। তারা বলেছে, দেশের ভবিষ্যৎকে কোনোভাবেই ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া যাবে না।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চ এ কথা বলে। এতে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধমূলক ‘মব’ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দ্রুত শক্ত ও দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন।

গত ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের কর্মসূচিতে পুলিশের হামলা এবং ১২ ছাত্রনেতাকে মামলায় জড়ানোর ঘটনার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পুলিশের এই ভূমিকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এ মামলায় যাতে কাউকে হয়রানি করা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয় বিবৃতিতে।

বিবৃতিদাতারা হলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাতিকে ঐক্যবদ্ধ রাখতে আগে জাতীয় নির্বাচন দিতে হবে

জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সংখ্যাগরিষ্ঠ দলের মত অনুযায়ী আগে জাতীয় নির্বাচন দিতে হবে। আগে জাতীয় নির্বাচন দিলে ক্ষমতায় যাওয়া দল স্বৈরাচারী হয়ে উঠবে—এমন ভাবলে নির্বাচন পিছিয়ে দিয়েও তা ঠেকানো যাবে না।

‘স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর উত্তরায় উত্তরা কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য, ঢাকা মহানগর উত্তর শাখা এই আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে।

এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর তো লাগবে। এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে, বলতে পারেন? আবেগে অনেক কিছু বলা যায়; কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না।’ তিনি আরও বলেন, গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতেও পারবে না, থাকতেও পারবে না। কেউ যদি মনে করে, নির্বাচন দিলে যারা ক্ষমতায় যাবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে, নির্বাচন পিছিয়ে দিয়ে তো সেটা ঠেকানো যাবে না। সেটা ঠেকাতে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। সেই লড়াই জারি রাখতে হবে।

মাগুরার শিশুটির মৃত্যুতে গভীর শোক এবং ধর্ষক–হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, গত ৫ আগস্টের পর লক্ষ্য ছিল নতুন বাংলাদেশের। যে নতুন বাংলাদেশ মানে, মাগুরার ওই শিশুটি বা অন্য শিশুরা নিরাপদ থাকবে, মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে।

আলোচনা সভায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘ঐকমত্য কমিশনের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ দল স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে। যদি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চান, তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, আগে স্থানীয় নির্বাচন আয়োজন মানে স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের পুনর্বাসন, পতিত আওয়ামী লীগের টাকার খেলা। এর মধ্য দিয়ে আবারও আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশ দাপিয়ে বেড়াবে।

আমজনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান বলেন, ‘স্বৈরাচারবিরোধী লড়াই হয়েছে হাসিনার পতনের পর একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। নিজেদের রাজনৈতিক স্বার্থে এমন কোনো দাবি নিয়ে হাজির হবেন না, যাতে দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি হয়।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সংগঠক মাহবুব আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ডাকসুর সাবেক জিএস মোস্তাক আহমেদসহ গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ

  • কালীগঞ্জে বিএনপি নেতা ফিরোজের ইফতার মাহফিল 
  • দ্রুত নির্বাচন দিন, প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার: রুহুল কুদ্দুস তালুকদার
  • আসামির পক্ষে-বিপক্ষে থানায় বিএনপির ২ পক্ষের বাগ্‌বিতণ্ডা, এক নেতাকে লাথি আসামির
  • হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্য স্থানে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ, মহাসড়ক অবরোধ
  • নরসিংদীতে উদ্ধারকৃত গাজা বিক্রির অভিযোগে ডিবি’র ওসি বদলি
  • মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ
  • ক্ষমতা নয়, বিশ্বাস করি গণতন্ত্রের রাজনীতিতে
  • সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী জাতিসংঘ মহাসচিব: জামায়াত
  • জাতিকে ঐক্যবদ্ধ রাখতে আগে জাতীয় নির্বাচন দিতে হবে