পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী হামলা, নিহত ৫
Published: 16th, March 2025 GMT
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা-তাফতান মহাসড়কে সশস্ত্র বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের বহরে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন সেনাসদস্য ও দু’জন বেসামরিক নাগরিক।
নিরাপত্তা সূত্র জানায়, রোববার নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাবহরে আঘাত করে। এ সময় প্রচণ্ড বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে। হামলার পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে আত্মঘাতীসহ চার সন্ত্রাসীকে হত্যা করে।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা এ হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে এবং গোটা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
‘ধর্ষণ’ বিষয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার
‘ধর্ষণ’ শব্দ পরিহার নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর করা মন্তব্যের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। রবিবার (১৬ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ধর্ষণ শব্দটি পরিহার নিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর করা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আট বছর বয়সী বা ৮০ বছর বয়সী, যার সঙ্গেই হোক না কেন—ধর্ষণ ধর্ষণই। এমন জঘন্য অপরাধকে অবশ্যই যথাযথভাবে উল্লেখ করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদকর্মীদের সংবাদ প্রতিবেদনে ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন।
ঢাকা/হাসান/রাজীব