প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর অস্তিত্বহীন স্কুল খুঁজতে কৈবর্তপাড়ায় দুদকের দল
Published: 16th, March 2025 GMT
প্রথম আলোতে গতকাল শনিবার (১৫ মার্চ) ‘নসরুল হামিদের সুপারিশে কোটি টাকার বেশি বরাদ্দ, পরে জানা গেল স্কুলের অস্তিত্ব নাই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়ায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্কুলের অস্তিত্ব পায়নি জানিয়ে গণমাধ্যমে সংবাদবিজ্ঞপ্তি পাঠিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদকের ঢাকা–২–এর একটি দল শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া স্কুল পরিদর্শনে যায়। পরিদর্শনকালে সেখানে কোনো স্কুলের অস্তিত্ব পাওয়া যায়নি।
স্কুল নির্মাণে জেলা পরিষদ ২ দফায় ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। প্রাথমিক পর্যালোচনায় উল্লেখিত কার্যক্রমে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ বা অপচয় প্রতীয়মান হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকা-পাবনা মহাসড়কে শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক পাবনা সদরের হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মনছুরুল আলম (৪৩) এবং জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)।
গুরুতর আহত হন- সুমন দাস নামে অপর এক মাইক্রোবাস যাত্রী। আহত সুমনকে স্থানীয়দের সহায়তায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর বলেন, বাঘাবাড়ি থেকে বগুড়াগামী সিমেন্টবোঝাই ট্রাকটির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। চালক-হেলপার পালিয়েছে। দুপুরে লাশ দুটি নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।