প্রথম আলোতে গতকাল শনিবার (১৫ মার্চ) ‘নসরুল হামিদের সুপারিশে কোটি টাকার বেশি বরাদ্দ, পরে জানা গেল স্কুলের অস্তিত্ব নাই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়ায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্কুলের অস্তিত্ব পায়নি জানিয়ে গণমাধ্যমে সংবাদবিজ্ঞপ্তি পাঠিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদকের ঢাকা–২–এর একটি দল শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া স্কুল পরিদর্শনে যায়। পরিদর্শনকালে সেখানে কোনো স্কুলের অস্তিত্ব পাওয়া যায়নি।

স্কুল নির্মাণে জেলা পরিষদ ২ দফায় ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। প্রাথমিক পর্যালোচনায় উল্লেখিত কার্যক্রমে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ বা অপচয় প্রতীয়মান হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো.

আখতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের অভিযানে কোনো স্কুলের অস্তিত্ব পাইনি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ঢাকা জেলা পরিষদের কাছ থেকে তথ্য চাইবে দুদক। এরপর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।’

আরও পড়ুননসরুল হামিদের সুপারিশে কোটি টাকার বেশি বরাদ্দ, পরে জানা গেল স্কুলের অস্তিত্ব নেই১৫ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা সরকারের

‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। 

রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, ‘ধর্ষণ মানে ধর্ষণ, সেটা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন একটি ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।’ 

এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

সম্পর্কিত নিবন্ধ