এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপের ষষ্ঠ রাউন্ড পর্যন্ত এককভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। তবে সপ্তম রাউন্ড শেষে তাহসিন আর এককভাবে শীর্ষে নেই, সঙ্গে যোগ হয়েছেন আরও তিনজন। যার মধ্যে দুজন বাংলাদেশের। তাঁরা হলেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। সঙ্গে আছেন শ্রীলঙ্কার লিয়ানাগে পেসান্দু রাশমিতা। সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন এই ৪ জন।

শ্রীলঙ্কার কলম্বোয় আজ প্রতিযোগিতার ওপেন বিভাগে মনন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নকে, সৈয়দ মাহফুজুর রহমান শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার অমরাসিংহকে হারিয়েছেন। তাহসিন তাজওয়ার শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশানের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান শ্রীলঙ্কার লিয়ানাগে পেসান্দু রাশমিতার কাছে ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা শ্রীলঙ্কার ভিরাসেকারা দিশাল নিমসারার কাছে হেরে যান।

মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ জিতেছেন আজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেটে আওয়ামী লীগ নেতা কয়েস গ্রেপ্তার

সিলেটে আলোচিত আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম কয়েসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

তিনি গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের নিমার আলীর ছেলে। বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বাস করেন।

পুলিশ জানায়, মিসবাউল ইসলাম কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে সাতটি মামলা আছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে ৬টি, দক্ষিণ সুরমা থানায় একটি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও তাঁর স্ত্রী সেলিনা মোমেনের প্রভাব খাটিয়ে টিলা কাটা, জমি দখলসহ নানা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার কয়েসের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ