বরিশালে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেছেন, সারাদেশে নেতাকর্মীর অপকর্মের কারণে দলের ভোট কমে যাচ্ছে। হুঁশিয়ার করে তারা বলেন, সামনে কঠিন সময়। আন্দোলন-সংগ্রামের মতো নির্বাচনেও ঐক্য ধরে রাখতে হবে। স্কুল ও মসজিদ কমিটি কিংবা বাজারঘাটের ইজারায় যাওয়া যাবে না।

রোববার নগরের বরিশাল ক্লাবে বিভাগের ছয় জেলার আট সাংগঠনিক কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়ে কঠোর গোপনীয়তা ছিল। অংশগ্রহণকারীদের সভাকক্ষে মোবাইল ফোন ব্যবহারে ছিল বিধিনিষেধ। এর পরও দক্ষিণ জেলায় পকেট কমিটি গঠনের পাঁয়তারার অভিযোগ তুলে একাংশ সভা থেকে বের হয়ে বাইরে বিক্ষোভ করে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় টিমপ্রধান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘সামনে কঠিন সময়। নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক হতে হবে।’

কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে সভায় চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের তাগিদ দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

যুবদল সভাপতি মোনায়েম মুন্না স্কুল কমিটি, মসজিদ কমিটি, বাজারঘাটের ডাকে নেতাকর্মীকে যেতে নিষেধ করেন। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, ‘নেতাকর্মীর বদনামের জন্য দলের ভোট কমে যাচ্ছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব আহসান বলেন, ‘আপনারা অঙ্গ সংগঠনকে কেবল শাসান। অভিভাবক হয়ে আপনারা অপকর্ম করলে অঙ্গ সংগঠনের নেতারাও সেদিকেই ধাবিত হয়।’

সভায় নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহ, ভোলা জেলা আহ্বায়ক আলমগীর নবী প্রমুখ বক্তৃতা করেন।

জানতে চাইলে আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘কুচক্রী মহল নেতাকর্মীকে ভুল পথে নিচ্ছে। এ জন্য আমরা সাবধান করছি। নেতাদের বলা হয়েছে, চাপ দিয়ে কোনো কমিটিতে আসা যাবে না।’ ভোট কমে যাওয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘ভোট কম-বৃদ্ধি বিষয় না। নেতাকর্মীর প্রতি স্পষ্ট বার্তা– আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে, তা বলা যাবে না। জনগণের পাশে থাকতে হবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল ব এনপ ন ত কর ম র ব এনপ র কর ম ক ভ ট কম

এছাড়াও পড়ুন:

সারা দেশে ২ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “আপনারা লুটপাট, চাঁদাবাজি ও অপকর্মে জড়াবেন না। জনগণ যেন বলতে না পারে বিএনপি আওয়ামী লীগের মতো একই কাজ করছে।”

তিনি বলেন, “অপকর্মের দায়ে সারা দেশে এখন পর্যন্ত দুই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একবার দল থেকে ছিটকে পড়লে আর উঠে দাঁড়াতে পারবেন না।”

শনিবার (১২ এপ্রিল) টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে: রিপন 

ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান

আযম খান বলেন, “এখন আর দিনের ভোট রাতে হবে না। সবাই নিরপেক্ষভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

সখিপুর উপজেলার রফিক কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি একব্বর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • দলের কেউ লুটপাট করলে ছাড় নয়: আযম খান
  • সারা দেশে ২ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে: আযম খান