ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, ‘‘যতদিন পর্যন্ত মানবসৃষ্ট তন্ত্র-মন্ত্র থাকবে, ততদিন অন্যায় থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো মতাদর্শ, মতবাদের মাধ্যমে দেশে শান্তি আসে নাই, আসবে না।’’

আজ রবিববার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজন অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘‘আপনার জন্য, অপনার পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য ইসলাম অপরিহায্য সংবিধান।’’

একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন শিকদার বলেন, ‘‘রাজনীতিকে আমরা মনে করি ইনকামের সোর্স। কিন্তু রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। মানুষ ও দেশ কিসে ভালো থাকবে, নিরাপদ থাকবে; সেজন্য রাজনীতি করা। কিন্তু আমরা দেখতে পারছি, আমরা যারা রাজনীতি করি মানুষকে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা; গুম, খুন কীভাবে করতে হয়, সেটা তারা ভালো করে জানে।’’

তিনি আরো বলেন, ‘‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে।’’ ধর্ষণের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলার শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

ঢাকা/বাদল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ র জন য র জন ত ইসল ম

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে নিজ গ্রামে আজ আসছেন ফুটবলার হামজা, উৎসবের আমেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা। পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী। তিনি এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে। আজ সোমবার দেশে এসেই তিনি প্রথমে যাবেন তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। হামজার আগমনের খবরে গ্রামের সবার মধ্যে উৎসবের আমেজ। তাঁকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন এলাকার লোকজন।

পুরো স্নানঘাট সেজেছে নানা রূপে। তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুতি এলাকার মানুষের।

দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।

হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী বেশ কিছুদিন আগেই দেশে এসেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। হামজা ও তাঁর পরিবারের ইচ্ছাতে ঢাকায় নয়, সরাসরি তাঁর গ্রামের বাড়িতে আসছেন হামজা। এ সফরে হামজার সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদেরও আসার কথা রয়েছে।

হবিগঞ্জে নিজ গ্রামে যাচ্ছেন ফুটবলার হামজা চৌধুরী

সম্পর্কিত নিবন্ধ