৬০ বছর পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক!

সেই খবরটি আবার জানা গেল ৬ দিন পর!

অবশ্য এমন হওয়াই তো স্বাভাবিক। কোস্টারিকার গুয়াসিমায় কোস্টারিকা-ফকল্যান্ড আইল্যান্ড ম্যাচের খোঁজখবর রাখার কী দরকার পড়েছে ক্রিকেট বিশ্বের। সেটিও আবার সাধারণ এক দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচ। ১০ মার্চের যে ম্যাচটি দিয়েই আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক আটলান্টিক মহাসাগরীয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের। সেই ফকল্যান্ড, যার দখল নিয়ে ১৯৮২ সালে যুদ্ধ বেধেছিল ব্রিটেন ও আর্জেন্টিনার। এমন ম্যাচের স্কোরকার্ড নিয়ে কে-ইবা গবেষণা করে।

১০৬তম দল হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলা ফকল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি খেলেছে বুড়ো এক দল নিয়েই। একাদশের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়টি বয়সও ছিল ৩১। নয়জনের বয়স ছিল ৪০–এর ওপরে। ওই নয়জনের তিনজনের বয়স আবার ৫৬ পেরিয়েছে। এই তিনের একজন অ্যান্ড্রু ব্রাউনলিই সবাইকে টেক্কা দিয়েছেন। তাঁর বয়স যে ৬২! আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, তিন সংস্করণ মিলিয়েই সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড এটি।

সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড ইংলিশ কিংদন্তি উইলফ্রেড রোডসের (৫২ বছর ১৫৬ দিন).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র বয়স

এছাড়াও পড়ুন:

৬২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট, অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডটা কে গড়লেন

৬০ বছর পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক!

সেই খবরটি আবার জানা গেল ৬ দিন পর!

অবশ্য এমন হওয়াই তো স্বাভাবিক। কোস্টারিকার গুয়াসিমায় কোস্টারিকা-ফকল্যান্ড আইল্যান্ড ম্যাচের খোঁজখবর রাখার কী দরকার পড়েছে ক্রিকেট বিশ্বের। সেটিও আবার সাধারণ এক দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচ। ১০ মার্চের যে ম্যাচটি দিয়েই আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক আটলান্টিক মহাসাগরীয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের। সেই ফকল্যান্ড, যার দখল নিয়ে ১৯৮২ সালে যুদ্ধ বেধেছিল ব্রিটেন ও আর্জেন্টিনার। এমন ম্যাচের স্কোরকার্ড নিয়ে কে-ইবা গবেষণা করে।

১০৬তম দল হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলা ফকল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি খেলেছে বুড়ো এক দল নিয়েই। একাদশের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়টি বয়সও ছিল ৩১। নয়জনের বয়স ছিল ৪০–এর ওপরে। ওই নয়জনের তিনজনের বয়স আবার ৫৬ পেরিয়েছে। এই তিনের একজন অ্যান্ড্রু ব্রাউনলিই সবাইকে টেক্কা দিয়েছেন। তাঁর বয়স যে ৬২! আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, তিন সংস্করণ মিলিয়েই সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড এটি।

সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড ইংলিশ কিংদন্তি উইলফ্রেড রোডসের (৫২ বছর ১৫৬ দিন)

সম্পর্কিত নিবন্ধ