পুলিশের পরিত্যক্ত পোশাক উদ্ধারের ঘটনায় তোলপাড়
Published: 16th, March 2025 GMT
সুনামগঞ্জের জামালগঞ্জের পল্লীতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ব্যবহৃত কিছু পোশাক উদ্ধার হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় পোশাক দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ পোশাক উদ্ধার করে। উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেছনে পরিত্যক্ত অবস্থায় এসব পোশাক পাওয়া যায়।
পোশাকের মধ্যে ছিল- শীতের জ্যাকেট একটি, ফুল হাতা ইউনিফর্ম দুইটি (সিলেট রেঞ্জের ডিজাইন রয়েছে), হাফ হাতা ইউনিফর্ম তিনটি, ফিল্ড ক্যাপ দুইটি, ব্যারেট ক্যাপ টারটি, পুলিশ ক্যাপের মনোগ্রাম দুইটি, বেল্ট দুটি, ফুল প্যান্ট দুটি, লেনিয়ার্ড চারটি (একটি সাদা ও তিনটি কালো), টাউজার একটি, মোজা এক জোড়া ও হাফ প্যান্ট একটি। পুলিশের পোশাক এভাবে পাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ইউপি সদস্য ইছব আলী বলেন, কারা পোশাকগুলো ফেলে গেছে তা জানি না। তবে কয়েকদিন ধরে এ এলাকায় ডাকাতের আনাগোনা দেখা গেছে। তিনি বলেন, পুলিশের পোশাক পরে ডাকাতি করার অপচেষ্টা হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, সপ্তাহ খানেক আগে একটি ডাকাতদল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন মগঞ জ
এছাড়াও পড়ুন:
কারাগারে রাখার জন্য ভেনেজুয়েলার ২৩৮ নাগরিককে এল সালভাদরে পাঠাল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার ২৩৮ নাগরিকসহ মোট ২৬১ ব্যক্তিকে এল সালভাদরে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটির এক বিচারক তাদের প্রত্যর্পণ না করতে নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ সত্ত্বেও তাদের প্রত্যর্পণ করা হয়েছে। ভেনেজুয়েলা ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ট্রাম্প প্রশাসনের এই কাজের সমালোচনা করেছে।
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উল্লিখিত ব্যক্তিদের প্রত্যর্পণের কথা পৃথকভাবে নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নায়েব বুকেলে লিখেছেন, প্রত্যর্পণ করা ব্যক্তিদের মধ্যে ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার গ্যাংয়ের ২৩৮ সদস্য রয়েছে। আন্তর্জাতিক গ্যাং গোষ্ঠী এমএস-১৩ এর সদস্য রয়েছে ২৩ জন।
এসব ব্যক্তিকে বিমানবন্দর থেকে এভাবে নিয়ে যাওয়া হয়