বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র ‘সাপ্তাহিক একতা’য় সরকারি বিজ্ঞাপন বন্ধ করার আদেশ বাতিল করে দিয়েছে হাইকোর্ট।

রবিবার (১৬ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

‘সাপ্তাহিক একতা’র পক্ষে রিট মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। এর আগে একই ইস্যুতে এই বেঞ্চ সরকারের ওপর রুল জারি করে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আওয়ামী লীগ সরকার ‘সাপ্তাহিক একতা’র প্রকাশনা অধিকার খর্ব করে বলে অভিযোগ করা হয়। হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে সাপ্তাহিক একতা তার অধিকার ফিরে পেল।

আরো পড়ুন:

বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ: ফখরুল 

বাধ্যতামূলক ছুটিতে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী

একতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালে ডিএফপির সরকারি বিজ্ঞাপন প্রাপ্তির তালিকা থেকে একতার নাম বাদ দেওয়া হয়।

১৯৮১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ করে ‘সাপ্তাহিক একতা’। এখন পর্যন্ত নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে পত্রিকাটি।

ঢাকা/মামুন/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ত হ ক একত সরক র

এছাড়াও পড়ুন:

কারাগারে রাখার জন্য ভেনেজুয়েলার ২৩৮ নাগরিককে এল সালভাদরে পাঠাল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ২৩৮ নাগরিকসহ মোট ২৬১ ব্যক্তিকে এল সালভাদরে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটির এক বিচারক তাদের প্রত্যর্পণ না করতে নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ সত্ত্বেও তাদের প্রত্যর্পণ করা হয়েছে। ভেনেজুয়েলা ও বিভিন্ন মানবাধিকার সংগঠন  ট্রাম্প প্রশাসনের এই কাজের সমালোচনা করেছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উল্লিখিত ব্যক্তিদের প্রত্যর্পণের কথা পৃথকভাবে নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নায়েব বুকেলে লিখেছেন, প্রত্যর্পণ করা ব্যক্তিদের মধ্যে ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার গ্যাংয়ের  ২৩৮ সদস্য রয়েছে। আন্তর্জাতিক গ্যাং গোষ্ঠী এমএস-১৩ এর সদস্য রয়েছে ২৩ জন।

এসব ব্যক্তিকে বিমানবন্দর থেকে এভাবে নিয়ে যাওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ