ইউরোপের বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৯ জন নিহত এবং ১৫৫ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রাজধানী শহর স্কোপজে থেকে প্রায় এক শ কিলোমিটার পূর্বের কোচানি শহরে ক্লাবটি অবস্থিত। নিহত ব্যক্তিদের স্মরণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

স্থানীয় কর্মকর্তারা বলেন, জনপ্রিয় হিপ হপ ব্যান্ড ডিএনকের কনসার্টের জন্য নৈশক্লাবটিতে দেড় হাজারের মতো মানুষ উপস্থিত ছিলেন। পাইরোকাইনেটিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কনসার্ট বা বিভিন্ন অনুষ্ঠানে দর্শকের দৃষ্টিনন্দন অভিজ্ঞতার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এগুলো আগুনের স্ফুলিঙ্গ তৈরি ও ছড়িয়ে দিতে সক্ষম।

প্রধানমন্ত্রী হৃসতিজান মিকোস্কি এই ঘটনাকে দেশের জন্য কঠিন এবং অত্যন্ত দুঃখের দিন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, অনেক তরুণ প্রাণ হারিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকোভস্কি বলেন, এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্লাবমালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে ব্যান্ড দলটি মঞ্চে গান পরিবেশনের সময় স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। সেখান থেকেই হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

অপর দিকে বিবিসির হাতে আসা ভিডিও যাচাই করে দেখা গেছে, লোকজন সিলিংয়ের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এতে দেখা গেছে, আগুন লাগার পরেও ক্লাবটি দর্শকে পরিপূর্ণ ছিল। তাঁরা ঘটনাস্থল ত্যাগ না করে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা দেখছিলেন।

কোচানি হাসপাতালের পরিচালক বলেছেন, পরিচয়পত্রের অভাবে আহত ব্যক্তিদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে নিহত ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৪ বছরের মধ্যে বলে জানিয়েছেন তিনি।

মারজিয়া তাসেভা (২০) নামের একজন তরুণী বেসরকারি ফাইভ টিভিকে বলেন, আগুনের খবর শুনে লোকজন তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি মাটিতে পড়ে পদদলিত হন। পরে সেখান থেকে বের হতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের পর থেকে মারজিয়ার ২৫ বছর বয়সী বোন নিখোঁজ। তাঁকে খোঁজাখুজি করেও স্থানীয় কোনো হাসপাতালে পাওয়া যায়নি। চিকিৎসার জন্য তাকে রাজধানী স্কোপজের কোনো হাসপাতালে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

বাড়িতে রাগ করে টয়লেট ক্লিনার খেয়ে ফেলেছিলাম

প্রশ্ন: বাড়িতে রাগ করে টয়লেট ক্লিনার খেয়ে ফেলেছিলাম গত বছর। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ওয়াশ করে, বমি করিয়ে সেসব বের করা হয়। অনেক কষ্ট হয়েছিল। এত দিন পর এখনো আমার পেট ব্যথা করে। পেটের মধ্যে খচখচ করে। আমি পুরুষ। আমার কি কোনো টেস্ট করে দেখা উচিত?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: বয়ঃসন্ধিকালে আবেগের বশবর্তী হয়ে অনেকে এমন অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে। তবে যে বয়সেই হোক, দীর্ঘ মেয়াদে এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। টয়লেট ক্লিনার খাদ্যনালি ও পাকস্থলীর অভ্যন্তরীণ আবরণ পুড়িয়ে ফেলে বা ক্ষত তৈরি করে। এ ধরনের ক্ষয়কারী পদার্থ গ্রহণের পর কখনোই বমি করানো কিংবা স্টমাক ওয়াশ করানো নিরাপদ নয়। কারণ, এতে খাদ্যনালি বা পাকস্থলীর ভেতরের দেয়াল আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তা ছাড়া ওষুধের মাত্রা বা চিকিৎসা যথাযথ না হলে ক্ষতিগ্রস্ত টিস্যুতে আবার প্রদাহ, আলসার কিংবা সংক্রমণ হতে পারে, খাদ্যনালি সরু হয়ে যেতে পারে। লক্ষণ হিসেবে রোগীর পেটব্যথা, পেট খচখচসহ নানা ধরনের অস্বস্তিকর অনুভূতি হয়। তাই যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের নির্দেশনায় এন্ডোস্কপির মাধ্যমে খাদ্যনালির অবস্থা পর্যবেক্ষণ করে সঠিক কারণ নির্ণয় করুন এবং সে অনুযায়ী যথাযথ চিকিৎসা গ্রহণ করুন।

আরও পড়ুনচাইলেই আত্মহত্যা প্রতিরোধ করা যায়০৯ সেপ্টেম্বর ২০২০

সম্পর্কিত নিবন্ধ