আর্সেনাল ১ : ০ চেলসি

লিগ শিরোপার লড়াইয়ে লাগামটা এখন আর নিজেদের হাতে নেই। তবে লিভারপুলের সঙ্গে শিরোপার লড়াইটা টিকিয়ে রাখতে আর্সেনালের জন্য এখন প্রতিটি ম্যাচই ফাইনালের মতো।

তেমনই এক ম্যাচে আজ এমিরেটসে চেলসির মুখোমুখি হয়েছিল তারা। মিকেল মেরিনোর একমাত্র গোলে সেই ম্যাচ আর্সেনাল জিতেছে ১–০ গোলে। এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধানটা আরেকটু কমিয়ে আনল তারা।

এই জয়ের পর আর্সেনালের পয়েন্ট এখন ২৯ ম্যাচে ৫৮। আর শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট সমান ম্যাচে ৭০। অর্থাৎ ৯টি করে ম্যাচ বাকি থাকতে লিভারপুল এখন এগিয়ে আছে ১২ পয়েন্টের ব্যবধানে। এমন পরিস্থিতিতে নিজেদের জয়রথ ধরে রাখার পাশাপাশি লিভারপুলের পয়েন্ট হারানোর অপেক্ষাতেও থাকতে হবে মিকেল আরতেতার দলকে।

আরও পড়ুনগোল খাওয়ার নতুন রেকর্ড গড়ল গার্দিওলার সিটি ২২ ঘণ্টা আগে

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্সেনাল। স্বাগতিকদের আক্রমণের চাপে তাল রাখতে বেশ হিমশিম খেতে হয়েছে চেলসিকে। কয়েকবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে ম্যাচের ২০ মিনিটে আর্সেনাল পেয়ে যায় প্রথম গোল। কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন মিকেল মেরিনো।

ঘরের মাঠে দাপুটে ফুটবল খেলেছে আর্সেনাল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল

এছাড়াও পড়ুন:

মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ