রাতে নামছে অ্যাতলেটিকো-বার্সা, হতে পারে শিরোপা নির্ধারণী লড়াই
Published: 16th, March 2025 GMT
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ইউরোপ সেরা হওয়ার আশা শেষ হয়েছে তাদের। এবার লা লিগার শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই ডিয়াগো সিমিওনের দলের। কারণ বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে হারলেই লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে যাবে অ্যাতলেটিকো।
অন্যদিকে শীর্ষস্থান থেকে তিনে নেমে যাওয়া বার্সেলোনা আবার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠবে। শুধু তাই নয় শিরোপার পথে একটা বড় বাধা অতিক্রম করবে তারা। মৌসুম শেষে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার এই ম্যাচটিই তাই শিরোপা নির্ধারণী হয়ে উঠেছে। উত্তাপ ছড়ানো ম্যাচটি রোববার (দিবাগত) রাত ২টায় মাঠে গড়াবে।
লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে রিয়াল মাদ্রিদ শীর্ষে আছে। তারা বার্সার চেয়ে এগিয়ে আছে ৩ পয়েন্টে। তবে ম্যাচ খেলেছে দুটি বেশি। অর্থাৎ ২৮ ম্যাচে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ৬০। বার্সা ২৬ ম্যাচে তুলেছে ৫৭ পয়েন্ট। অ্যাতলেটিকোর বিপক্ষে জিতলে এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট হবে কাতালানদের। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উঠে যাবে।
অন্য দিকে অ্যাতলেটিকো মাদ্রিদও ভালোভাবেই আছে শিরোপার লড়াইয়ে। তারা ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট তুলেছে। রাতের ম্যাচে বার্সাকে হারাতে পারলে রোজি ব্লাঙ্কোসদের পয়েন্ট হবে ৫৯। অর্থাৎ ২৮ ম্যাচে রিয়াল ৬০, সমান ম্যাচে অ্যাতলেটিকো ৫৯ ও এক ম্যাচ কম খেলে বার্সার থাকবে ৫৭ পয়েন্ট। ডিয়াগো সিমিওনের দল জিতলেই তাই জমে যাবে লা লিগার শিরোপা লড়াই।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ ল য় ন আলভ র জ
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে নিজ গ্রামে আজ আসছেন ফুটবলার হামজা, উৎসবের আমেজ
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা। পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী। তিনি এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে। আজ সোমবার দেশে এসেই তিনি প্রথমে যাবেন তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। হামজার আগমনের খবরে গ্রামের সবার মধ্যে উৎসবের আমেজ। তাঁকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন এলাকার লোকজন।
পুরো স্নানঘাট সেজেছে নানা রূপে। তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুতি এলাকার মানুষের।
দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী বেশ কিছুদিন আগেই দেশে এসেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। হামজা ও তাঁর পরিবারের ইচ্ছাতে ঢাকায় নয়, সরাসরি তাঁর গ্রামের বাড়িতে আসছেন হামজা। এ সফরে হামজার সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদেরও আসার কথা রয়েছে।
হবিগঞ্জে নিজ গ্রামে যাচ্ছেন ফুটবলার হামজা চৌধুরী