কাস্টমস অফিসার মারুফের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা, জবর দখল অত্যাচারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন কুতুব আইল, কাঠেরপুল, কোতালেরবাগ এলাকাবাসী। রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় অন্তত দুই শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে কাস্টমস অফিসার মারুফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন।

মিছিলটি ফতুল্লার কাঠেরপুল থেকে কুতুব আইল হয়ে শিবু মার্র্কেট এবং পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এরআগে, কাস্টমস অফিসার মারুফের ডোপ টেস্টসহ তার বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে অনতিবিলম্বে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, এই মাদকাসক্ত মারুফ আবারও সেই আগের রূপে ফিরে আসার পায়তারা করছে। 

সেই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পুনরায় এলাকায় সশস্ত্র হয়ে ঘুরাফেরা করছে। মানুষ তার এহেন কর্মকান্ডে ভীত। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমরা শান্তি প্রিয় মানুষ। আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু এই মাদকাসক্ত মারুফ যদি আবারও আমাদের বিরক্ত করে তাহলে আমরা এলাকাবাসীরা মিলেই তাকে পিটিয়ে এলাকা ছাড়া করবো। 

আমাদের যাতে এমন কিছু করতে না হয় সেজন্য, আমরা মাননীয় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করতে এসেছি। আমরা আশা করবো, অনতিবিলম্বে যেনো এই মারুফের ডোপ টেস্ট করে তাকে সরকারি চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক ব স

এছাড়াও পড়ুন:

ছাত্রদের বৃহত্তর ঐক্য যেন নষ্ট না হয়: বাসস সম্পাদক

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, “ছাত্রদের বৃহত্তর ঐক্য যেন নষ্ট না হয়। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে কঠিন বিষয় হলো, ঐক্য ধরে রাখা।”

রবিবার (১৬ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা ও পরবর্তী করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা যেন ভুলে না যাই, কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা এমন ব্যবস্থায় ফিরে যেতে চাই না। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ছিল না, মানবাধিকার ও ভোটাধিকার ছিল না, স্বাধীনভাবে রাজনীতি, মিছিল-মিটিং করা যেত না। আমাদের প্রতিজ্ঞা করা উচিত—আমরা যেন আর কখনো ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী ব্যবস্থায় ফিরে না যাই।”

তিনি আরো বলেন, “গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই অনেককিছু চায়। তাই বিভিন্ন জন নানা দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছে, রাজপথে নামছে। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ রেখে কাজ করেছেন, তাদের মাঝেও এখন বিভাজন দেখা যাচ্ছে। এটি বাস্তব কারণ—একটি গণঅভ্যুত্থানের সময় সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ তাদের মতাদর্শ নিয়ে এতে যুক্ত হয়। কিন্তু যখন অভ্যুত্থান সফল হয়, তখন প্রত্যেকেই দেশ গঠনের বিষয়ে নিজস্ব মতামত দিতে শুরু করে।”

মাহবুব মোর্শেদ বলেন, “এটি স্বাভাবিক। তবে আমাদের মনে রাখতে হবে, এ দাবিগুলো জানাতে গিয়ে গণ-অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, তা যেন বিনষ্ট না হয়। ঐক্যের প্রধান শিক্ষা হলো—পারস্পরিক বিভেদ ও মতাদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি।”

জবি প্রেসক্লাবের সভপতি সুবর্ণ আসসাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, দ্য ডেইলি ক্যাম্পাস এর সম্পাদক মাহবুব রনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতারা, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা
  • ছাত্রদের বৃহত্তর ঐক্য যেন নষ্ট না হয়: বাসস সম্পাদক
  • গরম বাড়তে পারে
  • বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
  • রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে
  • সোয়া ২ কোটি শিশুকে আজ খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
  • আজ সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
  • আজ সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
  • নারীবিদ্বেষী বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে