প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ফেডারেল সরকারকে নাটকীয়ভাবে পুনর্গঠনের জন্য কাজ করছেন, তখন তিনি প্রেসিডেন্টের আরেকটি ঐতিহাসিক দিক: ওভাল অফিসের চেহারা বদলে দিচ্ছেন।

হোয়াইট হাউসে ফিরে আসার প্রায় আট সপ্তাহ পর, ট্রাম্প তার অফিসের দেয়ালে ঝুলন্ত ছবির সংখ্যা তিনগুণ বাড়িয়েছেন। দেয়ালে তাক, পতাকা, মূর্তি ও অলঙ্কার দিয়ে সাজিয়েছেন। কয়েক দশক ধরে তিনি যে স্টাইলটি মেনে চলেছেন তার সাথে সঙ্গতি রেখে, সর্বত্র সোনার দেখা মেলে: ম্যান্টলে নতুন সোনার সিঁদুরের মূর্তি এবং ফায়ারপ্লেসের ওপর পদক, পাশের টেবিলে সোনার ঈগল, দরজায় সোনালী রোকোকো আয়না এবং দরজার উপরের পেডিমেন্টে অবস্থিত, মার-এ-লাগো থেকে আনা ছোট সোনার মূর্তি। এমনকি হলের নীচে টেলিভিশনের রিমোট কন্ট্রোলটিও সোনালী রঙে মোড়ানো।

তার পরিকল্পনার সাথে পরিচিত দুজন ব্যক্তির মতে, ওভাল অফিসে একটি ঝাড়বাতি ঝুলানোর ধারণাটিও ট্রাম্প তার মাথায় রেখেছিলেন, যদিও এখন তা অসম্ভব বলে মনে হচ্ছে।

এসব কিছুর ফলে হোয়াইট হাউস ক্রমশ ট্রাম্পের দক্ষিণ ফ্লোরিডার বাড়ির মতো হয়ে উঠছে। ট্রাম্পের রোজ গার্ডেনকে ঘাসের উপর পাকা করে প্যাটিও-স্টাইলের বসার জায়গায় রূপান্তরিত করার পরিকল্পনার কাজ কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে, ঠিক যেমন মার-এ-লাগোতে তিনি করেছেন। প্রেসিডেন্ট সম্প্রতি হোয়াইট হাউসের কিউরেটরদের সাথে রোজ গার্ডেনের পরিকল্পনাগুলি ব্যক্তিগতভাবে পর্যালোচনা করেছেন।

সফররত প্রতিনিধিদলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প দক্ষিণ পোর্টিকো ধরে হেঁটে যাওয়ার সময় সফররত রাষ্ট্রপ্রধানদের সাথে ফার্স্ট লেডি এলেন উইলসনের ডিজাইন করা বহিরঙ্গন স্থানের জন্য তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছিলেন।

দক্ষিণ লনে প্রেসিডেন্ট রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজনের জন্য একটি নতুন বলরুম তৈরি করতে যাচ্ছেন, যা মার-এ-লাগোর আদলে তৈরি করা হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একাধিক ব্লুপ্রিন্ট পর্যালোচনা করেছেন, দর্শনার্থীদের সেগুলো দেখিয়েছেন এবং নকশাগুলোতে পরিবর্তন করেছেন। 

ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলেছেন যে তিনি নিজেই এই নির্মাণের খরচ বহন করবেন - এমনকি ওবামা প্রশাসনের সময়ও তিনি এটি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন - কিন্তু ঐতিহাসিক ভিত্তিতে প্রকল্পটি এগিয়ে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ট্রাম্পের ভাষ্য, “এটা সুন্দর হবে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপলাইনের নিয়ন্ত্রণ দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে থাকা একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে গ্যাস ইউরোপে সরবরাহ করা হয়ে থাকে। বিভিন্ন খবরে এ তথ্য উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের এমন চাওয়াকে ঔপনিবেশিক ধারার নিপীড়ন হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, তাঁর পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে ইউক্রেনকে দেওয়া অস্ত্র সহায়তার ‘বিনিময়ে’ কিয়েভ যেন তার প্রাকৃতিক সম্পদের মজুত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি খনিজ চুক্তি সই নিয়ে হোয়াইট হাউসের প্রস্তাবের ওপর আলোচনা করতে গত শুক্রবার বৈঠক করেন দুই দেশের কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, তাঁর পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে ইউক্রেনকে দেওয়া অস্ত্র সহায়তার ‘বিনিময়ে’ কিয়েভ যেন তার প্রাকৃতিক সম্পদের মজুত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ক্রমেই বেশি বিদ্বেষপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে হোয়াইট হাউসের দেওয়া খসড়া প্রস্তাবে আগের চেয়ে অনেক বেশি দাবি করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন ইউক্রেনের কাছে তেল ও গ্যাসের পাশাপাশি তার ৫০০ বিলিয়ন ডলার সমমূল্যের বিরল খনিজ সম্পদ দেওয়ার দাবি জানায়।

রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হলে গত ১ জানুয়ারি এ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় ইউক্রেন। এর আগে ইউক্রেন ও রাশিয়া দুই দেশই এ পাইপলাইন দিয়ে কোটি কোটি ইউরো ট্রানজিট ফি আয় করেছে। এমনকি রাশিয়া-ইউক্রেন পুরোদমে যুদ্ধ চলার মধ্যেও প্রথম তিন বছর তাদের এ আয় অব্যাহত ছিল।

শুক্রবারের আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি সূত্র বার্তা সংস্থাটিকে জানায়, সাম্প্রতিকতম নথিপত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন’ ইউক্রেন হয়ে ইউরোপে সরবরাহ করা রুশ গ্যাসের পাইপলাইনের নিয়ন্ত্রণ দাবি করেছে।

আরও পড়ুনইউক্রেনের বিরল খনিজ কী, এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন চুক্তিতে যাচ্ছে দেশটি২৬ ফেব্রুয়ারি ২০২৫

গ্যাস পাইপলাইনটি রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুদজা থেকে ইউক্রেনের উঝঝোরদ শহরে গেছে। শহরটি ইইউ ও স্লোভাকিয়া সীমান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (প্রায় ৭৫০ মাইল) দূরে অবস্থিত। পাইপলাইনটি সাবেক সোভিয়েত আমলে তৈরি। এটিকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো ও জ্বালানি সরবরাহের পথ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুনখনিজ নিয়ে চুক্তির দ্বারপ্রান্তে ইউক্রেন–যুক্তরাষ্ট্র২৪ ফেব্রুয়ারি ২০২৫

রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হলে গত ১ জানুয়ারি এ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় ইউক্রেন। এর আগে ইউক্রেন ও রাশিয়া দুদেশই এ পাইপলাইন দিয়ে কোটি কোটি ইউরো ট্রানজিট ফি আয় করেছে। এমনকি রাশিয়া–ইউক্রেন পুরোদমে যুদ্ধ চলার মধ্যেও প্রথম তিন বছর তাদের এ আয় অব্যাহত ছিল।

আরও পড়ুনইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র২১ মার্চ ২০২৫আরও পড়ুনইউক্রেনের খনিজে ভাগ বসাচ্ছে যুক্তরাষ্ট্র২৬ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০ দিনের বেশি আমেরিকায় থাকলে নাম নথিভুক্ত না করলে জরিমানা
  • ৩০ দিনের বেশি সময় আমেরিকায় থাকলে নাম নথিভুক্ত না করলে জরিমানা
  • ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপলাইনের নিয়ন্ত্রণ দাবি যুক্তরাষ্ট্রের
  • ট্রাম্পের জন্য লজ্জায় পড়েছেন ফ্রান্স সফররত মার্কিন পর্যটকেরা
  • যে কণ্ঠস্বর ইসরায়েলের মিথ্যাচার ব্যর্থ করে দিচ্ছে
  • ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট হয়নি, আয়োজক লাপাত্তা
  • গাজার শিশুর আর্তনাদ শুনতে কি পাও
  • আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে নতুন করে যা বললেন রাফিনিয়া