আগের টানা চার ম্যাচে চার হার রূপগঞ্জ টাইগার্সের। পঞ্চম রাউন্ডেও তারা জয়ের মুখ দেখতে পারল না। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তাদেরকে হেসেখেলে হারিয়েছে বিকেএসপির ৪ নম্বর মাঠে।

আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ২৬০ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে অগ্রণী ব্যাংক ৪৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তাদের জয়ের নায়ক ওপেনার সাদমান ইসলাম। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের টেস্ট ওপেনার। ১০৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৫ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাদমান। এছাড়া ৬২ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। সাদমানের সঙ্গে ৩৪ রানে অপরাজিত ছিলেন মার্শাল আইয়ুব। এছাড়া ইমরানউজ্জামান ২৮ ও অমিত হাসান ১৫ রান করেন।

এর আগে অগ্রণী ব্যাংকের বোলিং ছিল নিয়ন্ত্রিত। ৩টি করে উইকেট নেন পেসার রুয়েল মিয়া ও স্পিনার তাইবুর রহমান। ১টি করে উইকেট পান রবিউল, শুভাগত, আরিফ।

আরো পড়ুন:

সোহানের সেঞ্চুরিতে জয়ে ফিরল ধানমন্ডি

আজিজুলের ফিফটি, লিটনের ২২, গুলশানের শেষ হাসি

রূপগঞ্জ টাইগার্সের হয়ে ব্যাটিংয়ে লড়াই করেন অমিত মজুমদার। ১০৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮১ রান করেন তিনি। এছাড়া ৫৭ রান আসে আসাদুল্লাহ গালিবের ব্যাট থেকে। আরিফুল হক ৪০ ও আল-আমিন ৩২ রান করেন। সম্মিলিত প্রচেষ্টায় লড়াকু স্কোর পেলেও সাদমানের দৃষ্টিনন্দন সেঞ্চুরিতে ম্যাচ সহজেই জিতে যায় অগ্রণী ব্যাংক।

পাঁচ ম্যাচ শেষে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে তাদের অবস্থান।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন

এছাড়াও পড়ুন:

‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে যাওয়ার মন্তব্যের তীব্র নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। 

রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, ‘ধর্ষণ মানে ধর্ষণ, সেটা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন একটি ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।’ 

এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

সম্পর্কিত নিবন্ধ