চাঁদাবাজ–দখলবাজদের বিএনপিতে জায়গা নেই: ইশরাক
Published: 16th, March 2025 GMT
চাঁদাবাজ দখলবাজদের বিএনপিতে জায়গা হবে না বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি বলেছেন, বিএনপির সুনাম ক্ষুণ্ন করার জন্য দু-একজন যে অপকর্ম করছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।
বিএনপি এই নেতা আরও বলেন, ‘যারা আন্দোলন–সংগ্রামে রাজপথে ছিলাম, চাঁদাবাজ দখলবাজদের জন্য আমরা বিতর্কিত হতে পারব না। জনগণের বিরাগভাজন হতে পারব না।’
আজ রোববার বিকেলে বংশালের নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলমাঠে থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ‘৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ইশরাক বলেন, ‘বিগত দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির একটি সুনাম অর্জিত হয়েছে, জনগণের সহমর্মিতা সমর্থন আমাদের ওপর তৈরি হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হবে, সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়ার কোনো পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠছে। এখন আমরা দেখতে পারছি সুপরিকল্পিতভাবে, সংঘবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
বিএনপির সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে অভিযোগ করে ইশরাক বলেন, ভবিষ্যতে বুদ্ধিবৃত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় ও ভোট নিশ্চিত করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে।
নিজেদের সমালোচনা করে উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের যেভাবে আচার-আচরণ হওয়া উচিত ছিল, সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের মধ্যে কি দোষ-ত্রুটি, ত্রুটি-বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্ম লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। একটা–দুইটা ঘটনা ঘটতে পারে, অপকর্ম সব দলের লোকজনই করছে, সবাই করছে। বিএনপি বড় দল, এখন আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে। যেহেতু আমাদের সামনে নির্বাচন ছাড়া বিকল্প নাই। জনগণের মন জয় করে আমাদের রাজনীতি করতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সদস্যসচিব তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর সদস্য হামিদুর রহমান হামিদ, রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোহন প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র জনগণ র আম দ র ইশর ক
এছাড়াও পড়ুন:
কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে: রিপন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “কিছু কিছু উপদেষ্টার মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্ম নিয়েছে। তারা বলে, জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এগুলো মিথ্যা কথা। মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। এর (নির্বাচন) জন্যই মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, বিপ্লব হয়েছে। এর জন্যই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে।”
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, “জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়।”
আরো পড়ুন:
ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান
সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: বিএনপি
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা/রতন/মাসুদ