চট্টগ্রামের টেরিবাজারে একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন

এছাড়াও পড়ুন:

প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর অস্তিত্বহীন স্কুল খুঁজতে কৈবর্তপাড়ায় দুদকের দল

প্রথম আলোতে গতকাল শনিবার (১৫ মার্চ) ‘নসরুল হামিদের সুপারিশে কোটি টাকার বেশি বরাদ্দ, পরে জানা গেল স্কুলের অস্তিত্ব নাই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়ায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্কুলের অস্তিত্ব পায়নি জানিয়ে গণমাধ্যমে সংবাদবিজ্ঞপ্তি পাঠিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদকের ঢাকা–২–এর একটি দল শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া স্কুল পরিদর্শনে যায়। পরিদর্শনকালে সেখানে কোনো স্কুলের অস্তিত্ব পাওয়া যায়নি।

স্কুল নির্মাণে জেলা পরিষদ ২ দফায় ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। প্রাথমিক পর্যালোচনায় উল্লেখিত কার্যক্রমে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ বা অপচয় প্রতীয়মান হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. আখতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের অভিযানে কোনো স্কুলের অস্তিত্ব পাইনি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ঢাকা জেলা পরিষদের কাছ থেকে তথ্য চাইবে দুদক। এরপর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।’

আরও পড়ুননসরুল হামিদের সুপারিশে কোটি টাকার বেশি বরাদ্দ, পরে জানা গেল স্কুলের অস্তিত্ব নেই১৫ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ