নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ঘরে পাওয়া গেছে শামসুন্নাহার চৈতি (২৬) নামের এক নারী শ্রমিকের লাশ। আজ রোববার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর শরীরে বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে চৈতির স্বামী সাইফুল ইসলাম পলাতক। তিনিই স্ত্রীকে নির্যাতনের পর ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেছেন বলে পুলিশের ধারণা। 

নিহত শামসুন্নাহার চৈতি ময়মনসিংহের তারাকান্দা থানাধীন হাড়িয়াগাই এলাকার সামসুউদ্দিন মিয়ার মেয়ে। তাঁর স্বামী সাইফুল ইসলামের বাড়িও একই এলাকায়। 

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকার একটি পোশাক তৈরির কারখানায় কর্মরত ছিলেন চৈতি। একই এলাকার মাসুম মিয়ার বাড়িতে স্বামীকে নিয়ে ভাড়ায় থাকতেন। রোববার ভোরে অন্য ভাড়াটিয়ারা ঘরে চৈতির মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি বাড়িমালিক মাসুমকে জানালে তিনি আড়াইহাজার থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

প্রতিবেশী ও অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনৈতিক সম্পর্কের জের ধরে সাইফুলের সঙ্গে ও চৈতির বেশ কিছুদিন ধরে সমস্যা দেখা দেয়। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হতো দু’জনের মধ্যে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত নারীর শরীরের বিভিন্ন অংশে ব্লেড জাতীয় জিনিস দিয়ে কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে দৈহিক নির্যাতনের পর ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়েছিল তাঁকে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদনেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের দোয়া, ইফতার মাহফিল

দেশ ও জনগনের অতন্ত্রী প্রহরীদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বাদ আছর নগরীর বন্দর খেয়া ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ মিলাদ ও ইফতার মাহফিল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে নিহত দেশের সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ ছাড়াও অরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হুদা, সদর উপজেলার সাবেক সভাপতি শাহজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মেল্লাহ সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দগণ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ডিবি পরিচয়ে গাড়ি থামিয়ে কোটি টাকা লুটের অভিযোগ
  • নাহার চেস একাডেমির স্বাধীনতা দিবস দাবায় আনান চ্যাম্পিয়ন
  • ধর্ষণ বন্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই : মামুনুর রশীদ
  • ১৩ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে’র আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা 
  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মাহাবুব’র পাশে না’গঞ্জের ডিসি
  • ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার : থানা চত্বরে নারীদের বিক্ষোভ
  • আড়াইহাজারে যুবলীগ নেতা জুয়েল  গ্রেপ্তার, নারীদের বিক্ষোভ
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের দোয়া, ইফতার মাহফিল