বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় তাদের চালানো হামলায় আরো ১০জন আহত হন বলে খবর পাওয়া গেছে।

গত শনিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রদল নেতা নাফিজের বাবা মো.

বুলবুল আহাম্মেদ রবিবার (১৬ মার্চ) আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

আরো পড়ুন:

ঘুমন্ত বিএনপি কর্মীর ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন

মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আস্কর বাজারে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ আহম্মেদকে দেখতে পেয়ে হামলা চালায় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সুধাংশু অধিকারী, নয়ন বিশ্বাস, পাপন বিশ্বাসসহ ৩০-৪০ জন। তারা ধারালো অস্ত্র দিয়ে নাফিজকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ছাত্রদল নেতারা নাফিজকে বাঁচাতে এগিয়ে গেলে স্বপন মোল্লা ও শিপন হাওলাদারসহ ১০ জনের ওপর যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। হামলায় তারা আহত হন।

পরে গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহত ছাত্রদল নেতা নাফিজের বাবা মো. বুলবুল আহাম্মেদ বলেন, “আমি বিএনপি সমর্থিত হওয়ায় আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলাসহ তিনটি মামলা হয়। আমি বাড়িতে থাকতে পারিনি। এখন আমার ছেলে ছাত্রদল করার কারণে তার ওপর শনিবার রাতে আস্কর বাজারে হামলা করেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা তাকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ নাম না জানা ৪০-৫০জনকে অভিযুক্ত করে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।” 

আগৈলঝাড়া থানার ওসি মো.আলিউল ইসলাম বলেন, “ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/পলাশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বল গ ছ ত রদল আহত অভ য গ ছ ত রদল ন ত

এছাড়াও পড়ুন:

৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ ব্যারিস্টার তুরিন আফরোজকে

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আব্দুল জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ শনিবার চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এর আগে গত সোমবার রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন মঙ্গলবার এপ্রিল তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার। এসময় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তুরিন আফরোজ ৩০নং এজহারনামীয় আসামি।

সম্পর্কিত নিবন্ধ

  • আসামিকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ, পুকুর থেকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার
  • ‘সন্ত্রাসী’ সাজ্জাদের স্ত্রীকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
  • কয়েকশত লোক বাড়ি হামলা করে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা
  • ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে গার্মেন্টস-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • ঈদের পরদিন রাতে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যা করেন ইয়াছিন, রক্তমাখা কাপড় উদ্ধার
  • গাজীপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিকদের ভাঙচুর
  • ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ ব্যারিস্টার তুরিন আফরোজকে
  • পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক চুক্তি চায় ইরান
  • সিদ্ধিরগঞ্জে মা-শিশু সন্তানসহ ৩ হত্যাকান্ডের ঘটনায় মামলা,  ৫ দিনের রিমান্ডে স্বামী ইয়াছিন  
  • নিহত স্ত্রী-ছেলের ছবি দেখলেই হাউমাউ করে কাঁদছেন মামলার আসামি ইয়াছিন