যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত ১০, থানায় অভিযোগ
Published: 16th, March 2025 GMT
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় তাদের চালানো হামলায় আরো ১০জন আহত হন বলে খবর পাওয়া গেছে।
গত শনিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রদল নেতা নাফিজের বাবা মো.
আরো পড়ুন:
ঘুমন্ত বিএনপি কর্মীর ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন
মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আস্কর বাজারে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ আহম্মেদকে দেখতে পেয়ে হামলা চালায় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সুধাংশু অধিকারী, নয়ন বিশ্বাস, পাপন বিশ্বাসসহ ৩০-৪০ জন। তারা ধারালো অস্ত্র দিয়ে নাফিজকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ছাত্রদল নেতারা নাফিজকে বাঁচাতে এগিয়ে গেলে স্বপন মোল্লা ও শিপন হাওলাদারসহ ১০ জনের ওপর যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। হামলায় তারা আহত হন।
পরে গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ছাত্রদল নেতা নাফিজের বাবা মো. বুলবুল আহাম্মেদ বলেন, “আমি বিএনপি সমর্থিত হওয়ায় আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলাসহ তিনটি মামলা হয়। আমি বাড়িতে থাকতে পারিনি। এখন আমার ছেলে ছাত্রদল করার কারণে তার ওপর শনিবার রাতে আস্কর বাজারে হামলা করেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা তাকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ নাম না জানা ৪০-৫০জনকে অভিযুক্ত করে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
আগৈলঝাড়া থানার ওসি মো.আলিউল ইসলাম বলেন, “ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/পলাশ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য বল গ ছ ত রদল আহত অভ য গ ছ ত রদল ন ত
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩
হবিগঞ্জে নাহিদুল ইসলাম (৮) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা
শিশুটির অপহরণকারী বলে হবিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বানিয়াচং সদরের মোহাম্মদ লাদেন, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ শাহ নূর। অপহৃত শিশুটি হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার মোহাম্মদ লিটনের ছেলে।
শনিবার (১৫ মার্চ) রাতে বানিয়াচং উপজেলার সদর থেকে তাকে উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল জানায়, শনিবার দুপুরে শিশু নাহিদুল ইসলামকে অপহরণ করে কতিপয় দুর্বৃত্ত। তারা মুক্তিপণ বাবদ শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। বিকেলে এ ঘটনায় তার মা-বাবা সেনাক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা চালিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হয়। রাত পৌনে ৯টায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী ৩ জনকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৩ অপহরণকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/মামুন/টিপু