ঝিনাইদহে বিএনপির ১৫ হাজার নেতাকর্মীর ইফতার
Published: 16th, March 2025 GMT
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিহত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিএনপির প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন। ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের নেতাকর্মীরা ইফতারে যোগ দেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল।
ইফতারের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা.
আরো পড়ুন:
থানায় কৃষকদল নেতাকে লাথি মারলেন আসামি
আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক
দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: ফখরুল
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “বিগত সরকারের সময় আমরা এভাবে ইফতারের আয়োজন করতে পারিনি। ধর্মীয় সভা-সমাবেশেও বাধা দেওয়া হয়েছে। পতিত স্বৈরাচার সরকার মানুষের সবকিছু কেড়ে নিয়েছিল। আগামী দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন মাথা চাড়া না দিতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “একটি দল ধর্ম ব্যবহার করে গ্রাম-গঞ্জের মা-বোনদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ধর্ম আর রাজনীতি তারা গুলিয়ে ফেলেছে। দেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন নিয়ে টালবাহানা করছে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাদের। অন্যথায় দেশের মানুষ আপনাদেরও ফ্যাসিস্ট বলবে। আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ইফত র ল ইসল ম ব এনপ র রহম ন উপজ ল সরক র
এছাড়াও পড়ুন:
ইজিবাইক সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০, টেটাবিদ্ধ ৩
হবিগঞ্জে ইজিবাইক সাইড দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে টেটাবিদ্ধ ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার টঙ্গিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের আফজল আলীর সঙ্গে রামনগর গ্রামের আইয়ুব আলীর ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) গাড়ির সাইড দেওয়া নিয়ে শনিবার ঝগড়া হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সালিশে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার উদ্যোগ নেন।
রবিবার রাতে সালিশের আগেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত বাকিরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
ঢাকা/মামুন/টিপু