শাকিবের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কী করবেন তাসকিন
Published: 16th, March 2025 GMT
তাঁর চেহারায় নায়ক-নায়ক ভাব আছে, তাসকিন আহমেদ এমন কথা হয়তো শুনেছেন বহুবারই। লম্বা, ফরসা, স্টাইলিশ—সব মিলিয়ে তাঁর নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াটাও হয়তো খুব বিস্ময়ের কিছু হবে না। তাঁর ‘লুক’ নিয়ে আলাদা একটা আগ্রহও দর্শকদের। তবে আপাতত তাসকিনের পরিচয় শুধুই ক্রিকেটার।
জাতীয় দলের এই পেসার আজ হোটেল শেরাটনে হাজির হয়েছিলেন রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে। এই কোম্পানির ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান। বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পাওয়া উদ্যাপনের এই অনুষ্ঠানে তাসকিনের কাছে ছিল চলচ্চিত্র নিয়েও প্রশ্ন।
এই অফার এখন পেলে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।”তাসকিন আহমেদ, বাংলাদেশের ক্রিকেটারঅনুষ্ঠানের মঞ্চে ওঠার পর তাঁর কাছে উপস্থাপিকা জানতে চান, ‘শাকিব ভাই যদি তাঁর সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন। এটা কি আপনি লুফে নেবেন?’ তাসকিনের জন্য প্রশ্নের উত্তরটা অবশ্য ছিল সহজই—ক্রিকেটার পরিচয়টাই যে এখন তাঁর কাছে আগে, তাই যেন মনে করিয়ে দিয়েছেন।
তাসকিন আজ ঢাকার হোটেল শেরাটনে হাজির হয়েছিলেন রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় সংগীতে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা
রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।
নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘ফিলিস্তিনে, গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে সকলকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।’
আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান। রমনা বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল