তাঁর চেহারায় নায়ক-নায়ক ভাব আছে, তাসকিন আহমেদ এমন কথা হয়তো শুনেছেন বহুবারই। লম্বা, ফরসা, স্টাইলিশ—সব মিলিয়ে তাঁর নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াটাও হয়তো খুব বিস্ময়ের কিছু হবে না। তাঁর ‘লুক’ নিয়ে আলাদা একটা আগ্রহও দর্শকদের। তবে আপাতত তাসকিনের পরিচয় শুধুই ক্রিকেটার।

জাতীয় দলের এই পেসার আজ হোটেল শেরাটনে হাজির হয়েছিলেন রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে। এই কোম্পানির ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান। বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পাওয়া উদ্‌যাপনের এই অনুষ্ঠানে তাসকিনের কাছে ছিল চলচ্চিত্র নিয়েও প্রশ্ন।

এই অফার এখন পেলে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।”তাসকিন আহমেদ, বাংলাদেশের ক্রিকেটার

অনুষ্ঠানের মঞ্চে ওঠার পর তাঁর কাছে উপস্থাপিকা জানতে চান, ‘শাকিব ভাই যদি তাঁর সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন। এটা কি আপনি লুফে নেবেন?’ তাসকিনের জন্য প্রশ্নের উত্তরটা অবশ্য ছিল সহজই—ক্রিকেটার পরিচয়টাই যে এখন তাঁর কাছে আগে, তাই যেন মনে করিয়ে দিয়েছেন।

তাসকিন আজ ঢাকার হোটেল শেরাটনে হাজির হয়েছিলেন রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হরর সিনেমায় অভিনয় করে আলোচিত, তরুণ এই অভিনেত্রীকে চেনেন কি

‘আমি এমন চরিত্র করতে চাই, যেগুলো একটি অন্যটির চেয়ে একেবারেই আলাদা। এমনভাবে পর্দায় হাজির হতে চাই যেন নিজেকে নিজেই চিনতে না পারি। অভিনয় আমার প্যাশন, পারিশ্রমিক কোনো বিষয়ই নয়। আমি চাই নির্মাতারা আমাকে এমন চরিত্র দিন যেন রাতের পর রাত নির্ঘুম কাটে,’ চলতি বছরের শুরুর দিকে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে বলেন সোফি থ্যাচার।

বয়স মোটে ২৪, এরই মধ্যে একের পর সমালোচক প্রশংসিত সিনেমার অভিনেত্রী তিনি, এই প্রজন্মের তরুণদের মধ্যে তাঁর আলাদা ভক্তশ্রেণিও তৈরি হয়েছে। এখন ‘কম্প্যানিয়ন’ দিয়ে আলোচনায় সোফি। অল্প বাজেটের সিনেমাটি গত ৩১ জানুয়ারি মুক্তির পর ব্যবসায়িক সাফল্য আর সমালোচকদের ভূয়সী প্রশংসা—দুই–ই পেয়েছে।

‘কম্প্যানিয়ন’-এ সোফি থ্যাচার। ছবি: আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ