ফ্যাশনের ‘বিগ ফোর’ বলা হয় প্যারিস, লন্ডন, নিউইয়র্ক ও মিলান শহরকে। তাদের ফ্যাশন উইকগুলো নিয়ে তাই পৃথিবীজোড়া মানুষের বাড়তি আগ্রহ থাকে। এই চারের বাইরেও একটা নতুন নাম গত বছর থেকে উচ্চারিত হচ্ছে, সেটা ‘মস্কো’।
রাশিয়ার রাজধানী মস্কোতে ২০২৪ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে ‘মস্কো ফ্যাশন উইক’। চলতি বছর এই আয়োজনের তৃতীয় পর্ব শুরু হয়েছে ১৩ মার্চ। ছয় দিনের এই ফ্যাশন আয়োজন শেষ হবে ১৮ মার্চ।
মস্কোর এই ফ্যাশন শোতে রাশিয়ার বিভিন্ন অঞ্চল বা শহর থেকে আগত ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ড অংশ নিচ্ছে।
রাশিয়া ছাড়াও ইন্দোনেশিয়া, স্পেন, ভারত, আর্মেনিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, ইথিওপিয়া, তুরস্ক ও তাজিকিস্তানের মতো দেশের ডিজাইনাররা তাঁদের সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন। রাশিয়ার কালচারাল ফাউন্ডেশন অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডেভেলপমেন্টের (ফ্যাশন ফান্ড) আয়োজনে ‘মস্কো ফ্যাশন উইক’ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ভবন মানেজের সেন্ট্রাল এক্সিবিশন হলে।
১৪ মার্চ মোট ছয়টি ফ্যাশন কিউতে ছয়জন ডিজাইনার তাঁদের সংগ্রহ তুলে ধরেন। এই ছয়ের মধ্যে রাশিয়ান ব্র্যান্ড জোটেনি, কিসিলিঙ্কো, এরমিলভ ও পিরসেভ ছাড়াও চীন ও ইন্দোনেশিয়ার দুজন ডিজাইনারের সংগ্রহ দেখানো হয়।
মোট ছয়টি ফ্যাশন কিউতে ছয়জন ডিজাইনার তাঁদের সংগ্রহ তুলে ধরেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড জ ইন র
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন